বর্ষবরণের রাতে উন্মাদনার মাসুল, বাইক রেস করতে গিয়ে মৃত্যু

বর্ষশেষের রাতে উন্মাদনায় ভেসেছিল গোটা রাজ্য। নিহত শৌভিক ও তাঁর বন্ধুরাও পিকনিকে করছিলেন। রাত বারোটার পর তাঁরা বাইক রেস করেন।

Updated By: Jan 1, 2018, 11:08 AM IST
বর্ষবরণের রাতে উন্মাদনার মাসুল, বাইক রেস করতে গিয়ে মৃত্যু
ফাইল ছবি

নিজস্ব প্রতনিধি:  বর্ষবরণের রাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক রেস।চরম মাসুল দিতে হল উন্মাদনার। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক উল্টে বাইক চালকের মৃত্যু। গুরুতর জখম সঙ্গী। মৃতের নাম শৌভিক রুদ্র। চন্দননগরের ফটকগোড়ার বাসিন্দা শৌভিক।

আরও পড়ুন: নতুন বছরকে নতুনভাবে স্বাগত জেলায় জেলায়

বর্ষশেষের রাতে উন্মাদনায় ভেসেছিল গোটা রাজ্য। নিহত শৌভিক ও তাঁর বন্ধুরাও পিকনিকে করছিলেন। রাত বারোটার পর তাঁরা বাইক রেস করেন। প্রত্যেকেই মত্ত ছিলেন বলে জানা গিয়েছে। রেসের সময়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শৌভিক। টাল সামলাতে না পেরে বাম্পারে ধাক্কা মেরে উলটে যায় বাইকটি। অনেকটা দূরে ছিটকে পড়ে যান শৌভিক। তাঁর মাথায় গুরুতর চোট লাগে।

আরও পড়ুন: তেলের ট্যাঙ্কারের সঙ্গে মারুতির সংঘর্ষ, ঘটনায় ব্যাপক উত্তেজনা ৬০ নম্বর জাতীয় সড়কে

গুরুতর আহত হন তাঁর সঙ্গীও। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা শৌভিককে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া। 

.