পার্টি অফিস 'বিজেপির দখলমুক্ত' করতে গিয়ে ঘেরাওয়ের মুখে রবীন্দ্রনাথ

পুলিস থাকলেও মন্ত্রীর কনভয় দীর্ঘক্ষণ আটকে থাকে।

Updated By: May 26, 2019, 12:19 PM IST
পার্টি অফিস 'বিজেপির দখলমুক্ত' করতে গিয়ে ঘেরাওয়ের মুখে রবীন্দ্রনাথ

নিজস্ব প্রতিবেদন : বিক্ষোভের মুখে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার কেন্দ্রে জয়ের পরেই বিজেপির বিরুদ্ধে পার্টি অফিস দখল করার অভিযোগ তোলে তৃণমূল। শনিবার দিনহাটার শালমারাতে রাতারাতি দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধারে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সেখানেই স্থানীয়দের ঘেরাওয়ের মুখে পড়তে হয় তাঁকে।

পুলিস থাকলেও মন্ত্রীর কনভয় দীর্ঘক্ষণ আটকে থাকে। একটা সময় পর দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকা ছাড়েন ডাকাবুকো মন্ত্রীও। অভিযোগ,  রবীন্দ্রনাথ বেরিয়ে যেতেই ফের পার্টি অফিস দখল করে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন, বিজেপিকে ভোট দেওয়ায় গ্রামে ঢুকে দাদাগিরি, তৃণমূল নেতাকে পাল্টা গণধোলাই সন্দেশখালিতে

কোচবিহার লোকসভা আসনে জয়ী হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নিশীথ প্রামাণিক। ভোটের ফল বেরনোর পর থেকেই হিংসার ঘটনায় উত্তপ্ত কোচবিহারের একাধিক জায়গা। হামলার ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তবে বিজেপির জেলা সভানেত্রীর দাবি, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকেরাই গেরুয়া আবির মেখে এমন কাজ করছে। প্রশাসনকে পদক্ষেপ করতেও অনুরোধ করেছেন মালতি রাভা।

.