মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় মালদায় গ্রেফতার AIMIM নেতা

স্থানীয় AIMIM নেতৃত্বের দাবি, গভীর রাতে মোতিউরকে কোনও কারণ না জানিয়েই বাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিস। দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর সকালে জানানো হয়, মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য গ্রেফতার করা হয়েছে তাঁকে। 

Updated By: Dec 5, 2019, 02:50 PM IST
মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় মালদায় গ্রেফতার AIMIM নেতা

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় গ্রেফতার AIMIM নেতা মোতিউর রহমান। বুধবার গভীর রাতে তাঁকে মালদা জেলার চাঁচলের খানপুর গ্রামে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিস। 

পেশায় মাদ্রাসা শিক্ষক মোতিউরবাবুর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ দায়ের হয় চাঁচল থানায়। তাঁকে গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ৫০৯ ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা রুজু করেছে পুলিস। 

অর্থনীতি নিয়ে সরকার দিশাহীন, প্রতি পদে পদে ভুল করছে, কেন্দ্রকে তোপ চিদম্বরমের

স্থানীয় AIMIM নেতৃত্বের দাবি, গভীর রাতে মোতিউরকে কোনও কারণ না জানিয়েই বাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিস। দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর সকালে জানানো হয়, মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য গ্রেফতার করা হয়েছে তাঁকে। 

সংগঠনের এক নেতা বলেন, 'আমাদের এখানে মিটিং মিছিল করতে দিচ্ছেন না। ভুয়ো মামলা দিয়ে সংগঠনের সদস্যদের গ্রেফতারির চেষ্টা চলছে। মোতিউরের গ্রেফতারি তৃণমূলের চক্রান্ত। পশ্চিমবঙ্গে যে হারে AIMIM-এর সংগঠন বাড়ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন।'

ঘটনা নিয়ে মুখ খুলতে চায়ননি চাঁচল থানার আধিকারিকরা। 

.