খাবার দিতে দেরি, হোটেল কর্মীকে চড়-লাথি তৃণমূলনেতার!

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে,  নীল রঙের জামা পড়া পান্থবাবু ক্ষিপ্ত হয়ে কর্মচারীদের চড় মারছেন।   

Updated By: Nov 8, 2018, 04:52 PM IST
খাবার দিতে দেরি, হোটেল কর্মীকে চড়-লাথি তৃণমূলনেতার!

 নিজস্ব প্রতিবেদন:   হোলেটে খাবার দিতে দেরি হওয়ায় কর্মচারীদের চড় লাথি মারার অভিযোগ উঠল রামপুরহাটের ১ নম্বর ব্লকের তৃণমূল যুব  সভাপতির বিরুদ্ধে।  অভিযুক্ত পান্থ দাস রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও।  গোটা ঘটনাটি ধরা পড়েছে হোটেলের সিসিটিভি ফুটেজে।

আরও পড়ুন: কানে আসছিল ফিসফিসানি, বেহালায় মন্দিরে পুরোহিতকে যুবতীর সঙ্গে যে অবস্থায় দেখলেন স্থানীয়রা!

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে,  নীল রঙের জামা পড়া পান্থবাবু ক্ষিপ্ত হয়ে কর্মচারীদের চড় মারছেন।   মারধররের কথা স্বীকারও করে নিয়েছেন পান্থবাবু। তাঁর যুক্তি, “মাথার ঠিক ছিল না। ভুল করে ফেলেছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।”

আরও পড়ুন: দিওয়ালির রাতে ব্যাগ থেকে বার করলেন তুবড়ি, আচমকাই নাক দিয়ে বেরোল রক্ত, তারপর...

রামপুরহাটে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে মাজখণ্ড মোড়ের কাছে একটি বেসরকারি হোটেলে এক অনুগামীকে নিয়ে খাবার খেতে ঢোকেন রামপুরহাটের ১ নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি পান্থ দাস। হোটেলের কর্মচারীদের কাছ থেকে জানা গিয়েছে, খেতে বসে তাঁকে মাছ ভাজা দিতে দেরি হয়েছিল। এরপরেই উত্তেজিত হয়ে তিনি প্রসেনঞ্জিত মণ্ডল নামে এক কর্মচারীকে চড় মারেন। প্রতিবাদ করলে আরেক কর্মচারী হেমন্ত মণ্ডলকে লাথি মারেন পান্থবাবু।

আরও পড়ুন: কাপে চা ঢালার সময়ই দোকানি বলেছিলেন 'সরে দাঁড়ান দাদা', দুই ভাই তখন গল্পে মত্ত, পিছন ঘুরতেই সব শেষ!

হোটেলের সিসিটিভি ফুটেজে সেই মারের দৃশ্য ধরা পড়েছে।  ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়েছেন ওই তৃণমূল নেতা।

.