বেআইনি মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিস

রাজ্যে ফের আক্রান্ত পুলিস । এবার বেআইনি মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে। কাটোয়ার দাঁইহাটের রাজোয়ার পাড়ার ঘটনা। বেশকয়েকদিন ধরে সেখানে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে পুলিস । রবিবার রাতেও একটি বেআইনি মদের ঠেক ভাঙতে গিয়েছিল  দাঁইহাট ফাঁড়ির পুলিস । নেতৃত্বে ছিলেন ASI কৃষ্ণসখা বিশ্বাস। কয়েকজনকে আটক করে ফেরার পথে রাতের অন্ধকারে সঙ্গীদের ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিসের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। হামলাকারীদের হাতে ছিল বাঁশ, লাঠি, রড। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের লাঠির ঘায়ে মাথা ফাটে ASI কৃষ্ণসখা বিশ্বাসের। ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতেই রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Updated By: May 8, 2017, 08:52 AM IST
বেআইনি মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিস

ওয়েব ডেস্ক: রাজ্যে ফের আক্রান্ত পুলিস । এবার বেআইনি মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে। কাটোয়ার দাঁইহাটের রাজোয়ার পাড়ার ঘটনা। বেশকয়েকদিন ধরে সেখানে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে পুলিস । রবিবার রাতেও একটি বেআইনি মদের ঠেক ভাঙতে গিয়েছিল  দাঁইহাট ফাঁড়ির পুলিস । নেতৃত্বে ছিলেন ASI কৃষ্ণসখা বিশ্বাস। কয়েকজনকে আটক করে ফেরার পথে রাতের অন্ধকারে সঙ্গীদের ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিসের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। হামলাকারীদের হাতে ছিল বাঁশ, লাঠি, রড। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের লাঠির ঘায়ে মাথা ফাটে ASI কৃষ্ণসখা বিশ্বাসের। ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতেই রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

মাস খানেকের মধ্যেই স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর

.