নবীনবরণ উৎসবকে কেন্দ্র করে এবিভিপি-টিএমসিপির সংঘর্ষে উত্তপ্ত নদিয়া

দুই তরফই বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস।

Updated By: Aug 13, 2019, 06:38 PM IST
নবীনবরণ উৎসবকে কেন্দ্র করে এবিভিপি-টিএমসিপির সংঘর্ষে উত্তপ্ত নদিয়া

নিজস্ব প্রতিবেদন: কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষের জেরে ধুন্ধুমার নদিয়ায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নদিয়ার মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে। জানা গিয়েছে, এদিন কলেজের নবীনবরণ অনুষ্ঠান নিয়ে বচসা বাধে তৃণমূল ছাত্রপরিষদ ও এবিভিপি ছাত্রদের মধ্যে। বচসা পৌঁছয় হাতাহাতিতে। 

তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদকে না জানিয়েই কলেজে নবীনবরণ উৎসবের আয়োজন করেন এবিভিপির ছাত্ররা। এবিষেয়ে অধ্যক্ষের কাছে ডেপুটেশনে জমা দেওয়ার জন্য কলেজে গেলে তাঁদের ঢুকতে বাধা দেন এবিভিপির ছাত্ররা। ঘটনায় এবিভিপি ছাত্রদের পাল্টা সাফাই, সমস্ত রকম দুর্নীতি এড়িয়ে অনুষ্ঠান করার জন্যই বাদ দেওয়া হয়েছে টিএমসিপিকে। 

আরও পড়ুন: আসানসোলে ডাস্টবিন থেকে উদ্ধার নিখোঁজ যুবতীর দেহ!

অন্যদিকে কলেজের অধ্যক্ষের অভিযোগ, আজ ডেপুটেশন জমা করার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। এমনকী গেটে মাইক বাজিয়ে আন্দোলন করা হবে এ বিষয়ে তাঁর কোনও অনুমতিই নেয়নি কেউ। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় কলেজ ক্যাম্পাসে। ঘটনার প্রতিবাদে দুই তরফই বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। তাদের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

.