Nadia: সরকারি হাসপাতালে ভাঙল বেড! বরাতজোরে রক্ষা সদ্যোজাতের
মাটিতে পড়ে গিয়ে আহত শিশুটির মা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করলেন পরিবারের লোকেরা।
বিশ্বজিৎ মিত্র: ব্যবধান সপ্তাহ খানেকের। বেড ভাঙল সরকারি হাসপাতালে! মাটিতে পড়ে গিয়ে আহত মহিলা। অল্পের জন্য রক্ষা পেল সদ্য়োজাত। ঘটনাস্থল, সেই নদিয়া। তেহট্ট মহকুমা হাসপাতালের পর এবার রানাঘাট মহকুমা হাসপাতাল।
জানা গিয়েছে, ওই মহিলার নাম সুজাতা মিত্র। বাড়ি, রানাঘাটেই। বৃহস্পতিবার প্রসবযন্ত্রণা নিয়ে ভর্তি হন রানাঘাট মহকুমা হাসপাতালে। সেদিনই কন্যাসন্তানের জন্ম দেন তিনি। তারপরই ঘটল বিপত্তি।
আরও পড়ুন: Howrah: রিহ্যাবের আড়ালে মধুচক্রের অভিযোগ, সরব মালিকের স্ত্রী
অভিযোগ, রানাঘাটে মহকুমা হাসপাতালে পর্যাপ্ত বেড নেই। পরিস্থিতি এমনই যে, প্রসবের পর একটি বেডেই সন্তানকে নিয়ে থাকতে হচ্ছে ২ জন মহিলাকে! এদিন সকালে অবশ্য সদ্যোজাতকে নিয়ে বেডে একাই ছিলেন সুজাতা। আচমকাই হুড়িমুড়িয়ে ভেঙে পড়ে বেড! মাটিতে পড়ে যান সুজাতা। সঙ্গে তাঁর সদ্য়োজাত সন্তানও। মায়ের আঘাত লাগলেও, বরাতজোরে রক্ষা পেয়েছে শিশুটি।
আরও পড়ুন: Elephant: তেড়ে এসে যাত্রীবাহী বাসকে মাথা দিয়ে ধাক্কা মারল হাতি, তারপর..
কীভাবে এমন ঘটনা ঘটল? রানাঘাট মহকুমা হাসপাতালে সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন রোগীর পরিবারের লোকেরা। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেদিনে নজর রাখার আশ্বাস দিয়েছেন সুপার।
এর আগে, নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে বেড থেকে পড়ে প্রাণ হারিয়েছিল সদ্যোজাত। পরিবারের লোকেদের অভিযোগ, ওটি কিংবা লেবার রুমে নয়, ওই শিশুটির জন্ম হয়েছিল হাসপাতালে বেডেই এবং জন্মের পর বিছানা থেকে নিচে পড়ে যায় সে!