বিমল গুরুংকে সাথে নিয়েই পাহাড়ে তৃণমূলের হয়ে কাজ করব : Binoy Tamang
বিজেপি গোর্খাল্যান্ডের কথা বলে 'ইমোশনাল ব্ল্যাকমেইল' করছে পাহাড়বাসীকে।
নিজস্ব প্রতিবেদন : বিমল গুরুংকে সাথে নিয়েই পাহাড়ে তৃণমূলের হয়ে কাজ করব। লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখা। গৌতম দেবের সঙ্গে দেখা করে বক্তব্য বিনয় তামাংয়ের।
তৃণমূলে যোগ দিয়েই গৌতম দেবের সাথে বৈঠক সারলেন একদা গোর্খা জনমুক্তি মোর্চার দাপুটে নেতা বিনয় তামাং। কলকাতায় তৃণমূলে যোগ দিয়ে শিলিগুড়িতে ফিরেই সোমবার শিলিগুড়ি পুরনিগমে গিয়ে গৌতম দেবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আসন্ন পুরনিগম নির্বাচন নিয়ে বৈঠক করলেন বিনয় তামাং। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিনয় তামাং জানান যে, শিলিগুড়ি কর্পোরেশন এলাকায় বসবাসকারী 'ভাই-বোনদের' কাছে তৃণমূলকে সমর্থন জানানোর জন্য আবেদন করবেন তিনি।
পাশাপাশি বিমল গুরুংয়েকে সাথে নিয়েই পাহাড়ে তৃণমূলের সৈনিক হয়ে কাজ করবেন তাঁরা। এই মুহূর্তে তাঁদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখা। বিজেপি ও নীরজ জিম্বা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি গোর্খাল্যান্ডের কথা বলে 'ইমোশনাল ব্ল্যাকমেইল' করছে পাহাড়বাসীকে। এখানে এই সমস্ত জিনিস হবে না। পাশাপাশি বৈঠক নিয়ে গৌতম দেব জানান যে, আজ বিনয়ের সাথে শুধুমাত্র পাহাড়ের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে শিলিগুড়ি পুরনিগম সহ উত্তরবঙ্গের সমস্ত পুর নির্বাচন নিয়ে আলোচনা হবে। তৃণমূলের লোক তৃণমূলের হয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক।