বিজেপির বাস আটকাল পুলিস, থানায় বিক্ষোভ

শুক্রবার সকালে রাজগঞ্জ থেকে অমিত শার সভায় যাওয়ার  পথে  জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় বিজেপিকর্মী বোঝাই বাস আটকে দেওয়া হয় বলে অভিযোগ।

Updated By: Dec 7, 2018, 01:02 PM IST
বিজেপির বাস আটকাল পুলিস, থানায় বিক্ষোভ

 নিজস্ব প্রতিবেদন:  কোচবিহারে বিজেপির সভায় যাওয়ার পথে দলীয় কর্মীদের গাড়ি আটকানোর অভিযোগ।  কোনও কারণ ছাড়াই বিজেপি কর্মীদের থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ।  প্রতিবাদে জলপাইগুড়ি কোতোয়ালি  থানায় ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের।

শুক্রবার সকালে রাজগঞ্জ থেকে অমিত শার সভায় যাওয়ার  পথে  জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় বিজেপিকর্মী বোঝাই বাস আটকে দেওয়া হয় বলে অভিযোগ। কোতোয়ালি থানায় নিয়ে  বিজেপির দলীয় কর্মী সমর্থকদের তুলে আনে পুলিশ। এরপরই ক্ষেপে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। থানার গেট আটকে  বিক্ষোভ দেখান তাঁরা।

আরও পড়ুন: বেলা সাড়ে ১২ টায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রথযাত্রা মামলার শুনানি

রাজগঞ্জের বিজেপি নেতা সুভাষ ঝা জানান, “সভায় যাওয়ার জন্য আমরা বাসেযাচ্ছিলাম।  পুলিস আমাদের বাস আটকে দিল।  আমাদের থানায় ধরে নিয়ে যায়। রাজগঞ্জ থানা আটকাল না,কিন্তু জলপাইগুড়ি কোতোয়ালির পুলিশ কেন গাড়ি আটকাল?”

যদিও এই বিষয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসিকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

.