রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে আগামী সপ্তাহে নবান্ন অভিযান বিজেপির
'চলো নবান্ন' কর্মসূচি নিল বঙ্গ বিজেপি।
নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারের উপরে চাপ বাড়াতে নবান্ন অভিযান করতে চলেছে বঙ্গ বিজেপি। আগামী ২৬ সেপ্টেম্বর বুধবার দুপুর একটায় 'চলো নবান্ন' কর্মসূচির ডাক দিয়েছেন বিজেপি নেতারা। বিজেপির দাবি, রাজ্যে গণতন্ত্র আক্রান্ত। গণতন্ত্র ফেরানোর দাবিতেই নবান্ন অভিযান করতে চলেছে তারা।
পঞ্চায়েত ভোটে প্রতিটি জেলায় তাদের কর্মীসমর্থকদের হিংসার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ বিজেপির। তাদের দাবি, পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র পেশ থেকে বোর্ড গঠন সবক্ষেত্রেই শাসক দলের দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে তাদের। এমনকি তাদের বহু কর্মী ঘরছাড়া বলে দাবি বিজেপি নেতৃত্বের। তবে আরও একটা কারণ আছে, রাজ্যে শাসক দলের বিরুদ্ধে তেমন বড় কর্মসূচি তারা গড়ে তুলতে পারছে না বলে প্রশ্ন উঠেছে বিজেপি অন্দরেই। শীর্ষ নেতৃত্ব বড়সড় আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ বলে মনে করছেন অনেকেই। সেই প্রেক্ষাপটে নবান্ন অভিযান করে শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে গেরুয়া শিবির। প্রসঙ্গত, অতিসম্প্রতি রাজ্য নেতৃত্বের কাজকর্মে অসন্তোষপ্রকাশ করেছিলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।