জমা জল থেকে পুরসভার বাতিস্তম্ভে শর্ট সার্কিট! শিবপুরে মর্মান্তিক মৃত্যু কিশোরের
এলাকার মানুষের দাবি, ওই বাতিস্তম্ভ থেকে তার বেরিয়ে ছিল। সেখান থেকেই শর্ট সার্কিট হয় যায়
নিজস্ব প্রতিবেদন: প্রায় একই ঘটনা। মঙ্গলবার রাজভবনের সামনে বিদ্যুত্স্পৃষ্ট হয় মৃত হয় ফরাক্কার তরুণ ইঞ্জিনিয়ার ঋষভ মণ্ডলের। শুক্রবার সন্ধেয় হাওড়ার শিবপুরে প্রায় একইভাবে বিদ্যুত্স্পৃষ্ট হয় মৃত্যু হল এক কিশোরের। দুটি ক্ষেত্রেই আঙুল উঠছে পুরসভার বাতিস্তম্ভ থেকে বেরিয়ে থাকা বৈদ্যুতিক তারের দিকে।
আরও পড়ুন-পিএম কিষানে পাচ্ছেন অনেক কম, লড়াই না করলে এইটুকুও পেতেন না, চাষিদের চিঠি Mamata-র
শুক্রবার বিকেলে বৃষ্টি হয় হাওড়ার শিবপুরে(Shibpur)। জল জমে যায় জি সি ঘাট রোডে। সেই জল থেকেই কোনওভাবে বিদ্যুত্ সংযোগ হয়ে গিয়েছিল বাতিস্তম্ভে। সন্ধেয় দুধ আনতে বেরিয়েছিল চড়া বস্তির কিশোর মহম্মদ ইউসুফ(১৪)। তার হাত লেগে যার ওই বাতিস্তম্ভে। মুহূর্তের মধ্যে সে লুটিয়ে পড়ে মাটিতে।
ঘটনার খবর পেয়েছে ছুটে আসে দমকল ও শিবপুর থানার পুলিস। খবর দেওয়া হয় সিইএসসিতে(CESC)। সেখান থেকে ইঞ্জিনিয়ার এসে বিদ্যুত্ সংযোগ ছিন্ন করেন। তার পর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। সেখানেই ইউসুফকে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন-উদ্বেগে আছি, Amit Shah-র খোঁজ দিয়ে স্বস্তি দিন, থানায় তৃণমূল ছাত্র পরিষদ
এলাকার মানুষের দাবি, ওই বাতিস্তম্ভ থেকে তার বেরিয়ে ছিল। সেখান থেকেই শর্ট সার্কিট হয় যায়। অন্যদিকে, হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অরূপ রায় জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে সিইএসসি কর্তৃপক্ষ এটা নিজেদের ঘাড় থেকে দায়িত্ব নামিয়ে দিতে চাইছে। এখানে পুরসভার কোনো গাফিলতি নেই।