গুরুগ্রামের এক হোটেলের মালিক! ধৃত চিনা নাগরিককে মালদহ পুলিসের হাতে তুলে দিল BSF

বৃহস্পতিবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ ও বিএসএফের হাতে ধরা পড়ে যায় জানুই

Updated By: Jun 11, 2021, 10:50 PM IST
গুরুগ্রামের এক হোটেলের মালিক! ধৃত চিনা নাগরিককে মালদহ পুলিসের হাতে তুলে দিল BSF

নিজস্ব প্রতিবেদন: মালদহের কালিয়াচকে ধৃত চিনা নাগরিক সম্ভবত চিনা চর। এমনই সন্দেহ প্রবল হচ্ছে বিএসএফ-এর। হান জানুই নামে ওই চিনা নাগরিককে জেরা করেছে এনআইএও। প্রথামিক জেরার পর শুক্রবার জানুইকে মালদহে স্থানীয় থানার হাতে তুলে দিল বিএসএফ।

আরও পড়ুন-সূর্যোদয়ে গেরুয়া সূর্যাস্তে সবুজ, টুইটারে এক মাসের নীরবতার পর 'সংকল্প' ভাঙলেন Mukul

ধৃত চিনা নাগরিককে জেরা করে ইতিমধ্যেই একটি রিপোর্ট পেশ করেছে বিএসএফ(BSF)। রিপোর্টে হান জানুই কে 'ওয়ান্টেড ক্রিমিনাল' বলে উল্লেখ করা হয়েছে। ধৃতের কাছ থেকে মিলেছে চিন, বাংলাদেশ ও ভারতের একাধিক সিম কার্ড,মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রা ও ভারতের টাকা। বাজেয়াপ্ত হয়েছে তার মোবাইল, ল্যাপটপ ও পাসপোর্ট। জানা গিয়েছে, ২ জুন বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন চিনের হুবাই প্রদেশের বাসিন্দা  হান জানুই। এরপর বৃহস্পতিবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ ও বিএসএফের হাতে ধরা পড়ে যায় জানুই।

আরও পড়ুন-বৈঠকে নেই সাংসদ ও ৩ বিধায়ক; মুকুল-প্রসঙ্গে দিলীপের তুরীয় মেজাজ,'আমি কী করব!'

উল্লেখ্য, ইতিমধ্যেই হান জানুইয়ের এক ব্যবসায়ীক সহযোগী সান সিয়াংকে গ্রেফতার করেছে লখনঔ এটিএস। জানুইয়ের কাছে থেকে পাওয়া গিয়েছে একাধিক বৈদ্যুতিন সরঞ্জাম। জানা গিয়েছে, কোনও বৈধ ভিসা নেই অথচ গুরুগ্রামের(Gurugram) একটি হোটেলের মালিক জানুই। 

জেরায় উঠে এসেছে হান জানুই এখনওপর্যন্ত ১৩০০ সিমকার্ড জোগাড় করেছে। সেসব পাচার করেছে চিনে। ওইসব সিমকার্ড থেকে কার্ড মালিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্য়াক করা-স অন্যান্য জালিয়াতি করা হয়েছে।

প্রাথমিক জেরার পর শুক্রবার জানুইকে কালিয়াচকের গুলাবগঞ্জ থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.