দলীয় নেতাকে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল জেলা পরিষদ সদস্য
গত বছর জুন মাসে মঙ্গলকোটে খুন হল তৃণমূলের ব্লক সভাপতি ডালিম সেখ
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল নেতা ডালিম সেখকে খুনের অভিযোগে গ্রেফতার বর্ধমান জেলা পরিষদের তৃণমূল সদস্য। রবিবার বিকাশ নারায়ণ চৌধুরী নামে ওই তৃণমূল নেতাকে বর্ধমানের উল্লাস মোড় থেকে গ্রেফতার করে সিআইডি।
উল্লেখ্য, গত বছর জুন মাসে মঙ্গলকোটে খুন হল তৃণমূলের ব্লক সভাপতি ডালিম সেখ। ওই খুনের পরই ডালিমের স্ত্রী অভিযোগ করেন, খুনের সঙ্গে জড়িত বিকাশ নারায়ণ চৌধুরী ও মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ভাই রহমতউল্লা চৌধুরী। তার পর থেকেই বিকাশ নারায়ণ চৌধুরীকে খুঁজছিল সিআইডি। ঘটনার পর ৯ মাস পর গ্রেফতার হলেন বিকাশ।
আরও পড়ুন-গন্ধ পেয়ে দরজা ভাঙতেই উদ্ধার বৃদ্ধার পচাগলা 'নগ্ন' দেহ! পাশেই বসে ছেলে
ডালিম সেখ খুনের তদন্তে নেমে পুলিস ইতিমধ্যেই ১৬ জনকে গ্রেফতার করেছে। এবার গ্রেফতার হলেন বিকাশ চৌধুরী। প্রসঙ্গত, খুনের ঘটনায় ব্যবহৃত গাড়ি, অস্ত্র উদ্ধার করেছে পুলিস। বেশকিছু দিন ধরেই বিকাশ নারায়ণের উপরে নজর রাখছিল সিআইডি। তার মোবাইল ট্র্যাক করে গ্রেফতার বলে সূত্রের খবর।