গাফিলতিতে মৃত্যু, উত্তেজনা দার্জিলিং জেলা হাসপাতালে

হাসপাতালের দাবি, মানালপুরী গ্রামের বাসিন্দা দিপীকা রামুদামু মৃত সন্তান প্রসব করেন। তারপরই তিনি নিস্তেজ পড়েন।আইসিইউয়ে নিয়ে যাওয়ার পর দিপীকার মৃত্যু হয়।

Updated By: Jan 21, 2019, 01:53 PM IST
গাফিলতিতে মৃত্যু, উত্তেজনা দার্জিলিং জেলা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন:  চিকিত্সকের গাফিলতিতে নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল দার্জিলিং জেলা হাসপাতালে। চিকিত্সককে মারধর করল রোগীর পরিবার।

আরও পড়ুন: শাহ-র হেলিপ্যাডে ‘না’ বেসরকারি হোটেলের, এবার বিএসএফ-এর দ্বারস্থ পদ্ম শিবির

 হাসপাতালের দাবি, মানালপুরী গ্রামের বাসিন্দা দিপীকা রামুদামু মৃত সন্তান প্রসব করেন। তারপরই তিনি নিস্তেজ পড়েন।আইসিইউয়ে নিয়ে যাওয়ার পর দিপীকার মৃত্যু হয়। যদিও ওই মহিলার পরিবার হাসপাতালের যুক্তি মানতে নারাজ।  তাঁদের অভিযোগ, চিকিত্সকের গাফিলতিতেই দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মুখ ফসকে বেরিয়ে গেল বেফাঁস কথা! ব্রিগেডে মমতাকে অস্বস্তিতে ফেললেন একমাত্র এই হেভিওয়েট নেতা

ওই পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে তারপর থেকেই আর যোগাযোগ করা যায়নি।

.