Viswa Bharati: কথা বললে জাত যাবে! আন্দোলনকারী পড়ুয়াকে 'দলিত-অপমান' অধ্যাপকের

শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের।

Updated By: Sep 17, 2021, 06:40 PM IST
Viswa Bharati: কথা বললে জাত যাবে! আন্দোলনকারী পড়ুয়াকে 'দলিত-অপমান' অধ্যাপকের

নিজস্ব প্রতিবেদন: বিশ্বভারতীতে বিক্ষোভের জের? আন্দোলনকারী এক ছাত্রকে এবার 'জাত তুলে অপমান' করলেন অধ্যাপক। তিনি আবার উপাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত! শান্তিনিকেতন থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দু'জনেই। 

দিন কয়েক আগে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বিশ্বভারতী। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। হাইকোর্টের নির্দেশে ফের ক্লাসে ফিরেছেন বহিষ্কৃত ৩ পড়ুয়াই। তাহলে? জানা গিয়েছে, উপাচার্যের বাসভবনে সামনে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা, তখন সেই আন্দোলনে সামিল হন সোমনাথ সৌ নামে এক ছাত্র। তিনি নিজেও বহিষ্কৃত হয়েছিলেন। এবার ওই ছাত্রকে 'দলিত' বলে অপমান করার অভিযো উঠল সংগীতভবনের অধ্যাপক সুমিত বসুর বিরুদ্ধে।

আরও পড়ুন: Baruipur: 'ত্রিকোণ প্রেমে'র পরিণতি! পুলিসকর্মী ও ছেলেকে 'মার', স্ত্রী-মেয়েকে 'ধর্ষণের হুমকি'

ঠিক কী ঘটেছে? সোমনাথ সৌ-র দাবি, এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শ্য়ামবাটি এলাকায় অধ্যাপক সুমিত বসুর সঙ্গে দেখা হয়। স্রেফ কটুক্তি করাই নয়, তাঁকে দলিত সম্প্রদায়ের ও ছোট জাতের ছাত্র বলে অপমান করেন অধ্যাপক। বলেন, কথা বললে নাকি জাত যাবে!  বাদ যায়নি বিশ্বভারতী থেকে বের করে দেওয়ার হুমকিও! এই ঘটনার পর অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় হেনস্তার করার অভিযোগ দায়ের করেন সোমনাথ।  তাঁর বিরুদ্ধে আবার পাল্টা থানায় অভিযোগ করেছেন অভিযুক্তও।   

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)