ভ্যাকসিনের বিপুল চাহিদা রাজ্যজুড়ে, সোমবার আসছে সাড়ে ৩ লাখ Covishield ডোজ

আজ রাজ্যে এসেছে ১ লাখ কোভ্যাকসিনের ডোজ

Updated By: May 9, 2021, 08:12 PM IST
ভ্যাকসিনের বিপুল চাহিদা রাজ্যজুড়ে, সোমবার আসছে সাড়ে ৩ লাখ Covishield ডোজ

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা টিকার সঙ্কট চরমে। বহু মানুষ প্রথম ডোজ নিয়ে আর দ্বিতীয় ডোজ পাচ্ছেন না ভ্যাকসিনের অভাবে। গোটা রাজ্যেই একই অবস্থা। এমন এক পরিস্থিতিতে আজ রাজ্যে এসেছে ১ লাখ কোভ্যাকসিনের ডোজ। আগামিকাল অর্থাত্ সোমবার রাজ্যে আসছে সাড়ে তিন লাখ কোভিশিল্ডের ডোজ।

আরও পড়ুন-সোনওয়াল নন, এবার অসমের মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মা
 
সরকার গঠনের পরই রাজ্য সরকার কেন্দ্রের কাছে ৩ লাখ ৬৬ হাজার কোভ্যাকসিন(Covaxin) ডোজের অর্ডার করেছিল। সেই বরাত অনুযায়ী পুরো টিকা পাওয়া না গেলেও আজ সকাল ৮টা নাগাদ ১ লাখ কোভ্যাসিন ডোজ এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে। সেই সব টিকা নিয়ে যাওয়া হয় বাগবাজারে রাজ্য সরকারে গোডাউনে। সেখান থেকেও ওই কোভ্যাকসিন বিভিন্ন টিকা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন-  Corona-র দ্বিতীয় ঢেউয়ে কেন এতটা বেহাল ভারত? জানালেন WHO-র প্রধান বিজ্ঞানী

এনিয়ে একা সরকারি আধিকারিক জানান, রাজ্য সরকারের তরফে ১৪ লাখ কোভিশিল্ড(Covishield) ও ৩ লাখ ৬৬ হাজার কোভ্য়াকসিন ডোজের অর্ডার দেওয়া হয়েছে।  ওই অর্ডার অনুয়ায়ী আজ ভারত বায়োটেকের কাছ থেকে ১ লাখ ডোজ কোভ্যাকসিন ডোজ পাওয়া গেল। অন্যদিকে, সোমবার আসছে আরও সাড়ে তিন লাখ কোভিশিল্ড ডোজ।  এর ফলে রাজ্যে ভ্যাকসিনের আকাল অনেকটাই কমবে। কিছুটা স্বস্থি পাবেন প্রথম ডোজ পাওয়া মানুষজন।

.