রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ লাখ, গত একদিনে সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭২৮ জন, মৃত্যু হল ১৮ জনের

Updated By: Oct 13, 2020, 09:19 PM IST
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ লাখ, গত একদিনে সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সংক্রমণ বাড়ছে হুহু করে। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হলেন আরও ৩,৬৩১ জন। প্রাণ হারালেন ৬২ জন।

আরও পড়ুন-এবার কোভিড পজিটিভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত হলেন মোট ৩,০২,০২০ জন। মৃত্যু হল ৫,৭৪৪ জনের। তবে আশার কথা হল এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ২,৬৫,২৮৮ জন। গত একদিনে সুস্থ হয়েছেন ৩,১৮৫ জন। সবেমিলিয়ে সুস্থতার হার ৮৭.৮৪ শতাংশ।

মঙ্গলবার পর্যন্ত পাওয়া হিসেব অনুয়ায়ী রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০,৯৮৮ জন। বিশেষজ্ঞদের মতে সতর্ক না হলে পুজোর পর করোনার দাপট বাড়তে পারে দেশজুড়েই। রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে তা ক্রমশ সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন-বাইপ্যাপে এ সামান্য উন্নতি, সৌমিত্রর অবস্থা এখনও সঙ্কটজনক হলেও স্থিতিশীল

এদিকে, কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭২৮ জন, মৃত্যু হল ১৮ জনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৫৬ জন, মৃত্যু হল ১৪ জনের। হাওড়ায় আক্রান্ত হলেন ২০৩ জন, মৃত্যু হল ৮ জনের।

.