রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি‌র জনজীবন

জলনিকাশির যথাযথ ব্যবস্থা পুরসভা গ্রহণ করছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

Updated By: Jul 6, 2021, 03:43 PM IST
রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি‌র জনজীবন

নিজস্ব প্রতিবেদন: সোমবার রাত থেকে  জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তা‌তেই প্রায় হাঁটুসমান জল দেখা যায়। যদিও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল জলপাইগুড়ি‌র কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কিন্তু প্রত্যাশামতো জমা জল বেরোয়নি। ফলে সমস্যায় জনজীবন।

মঙ্গলবার সকালে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের পুরসভার এলাকার পান্ডাপাড়া, মহামায়াপাড়া, কংগ্রেস‌পাড়া, ২ ও ৩ নম্বর গুমটি-সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় এলাকার বাসিন্দা‌দের চরম ভোগান্তি‌তে পড়তে হয়েছে। 

আরও পড়ুন: করোনা-আবহেই একটু একটু করে তৈরি হয়ে উঠল আদিবাসী জীবননির্ভর 'নিষাদ'

অবিরাম বর্ষণে রাস্তায় লোকজনও কম। জল বেড়েছে তিস্তা ও করলা নদীতে। সব মিলিয়ে দুর্ভোগ শুরু হয়েছে শহর-জলপাইগুড়িতে। 

তবে স্থানীয় পুরসভা শহরের জল নিকাশির ব্যবস্থা যথাযথ গ্রহণ করছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: মাল ব্লকের শিরুবাড়ি এলাকায় ধস, বন্ধ রাস্তা

.