তৃণমূল তো আঞ্চলিক দল, খোঁচা দিলীপের

দিলীপবাবু বলেন, 'তৃণমূল আঞ্চলিক দল, পশ্চিমবঙ্গে ৪২টি আসনে প্রার্থী বাছাই করেই তৃণমূল ঝাঁপ বন্ধ করে দিয়েছে। বিজেপিকে গোটা দেশের ৫৪৩টি আসনেই প্রার্থী ঘোষণা করতে হয়। তাই দেরি তো হবেই।'

Updated By: Mar 13, 2019, 03:32 PM IST
তৃণমূল তো আঞ্চলিক দল, খোঁচা দিলীপের

নিজস্ব প্রতিবেদন: আগে প্রার্থীতালিকা ঘোষণা করে কি লোকসভা নির্বাচনের লড়াইয়ের প্রথম ল্যাপে এগিয়ে গেল তৃণমূল? প্রশ্নের মোক্ষম জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, তৃণমূল প্রার্থী দেয় পশ্চিমবঙ্গের ৪২টি আসনে। বিজেপিকে গোটা দেশের ৫৪৩টি আসনে প্রার্থী বাছতে হয়।

বুধবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ছিলেন দিলীপবাবু। সেখানে নির্বাচনের রণনীতি বোঝাতে বৈঠক করেছেন দলীয় কর্মীদের সঙ্গে। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, 'তৃণমূল আঞ্চলিক দল, পশ্চিমবঙ্গে ৪২টি আসনে প্রার্থী বাছাই করেই তৃণমূল ঝাঁপ বন্ধ করে দিয়েছে। বিজেপিকে গোটা দেশের ৫৪৩টি আসনেই প্রার্থী ঘোষণা করতে হয়। তাই দেরি তো হবেই।'

এদিন দিলীপবাবু বলেন, সময়মতো প্রার্থীতালিকা প্রকাশ করবে বিজেপি। প্রথমদফার নির্বাচনের মনোনয়নের আগে প্রকাশিত হবে বিজেপির প্রার্থীতালিকা। 

বলে রাখি, মঙ্গলবারই কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক করে ২০১৯ লোকসভা নির্বাচন-এর জন্য তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থীতালিকা ঘোষণার আগে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দিল্লি থেকে বিজেপি সরকারকে সরানোর ডাক দেন তিনি। 

বিয়ের আসরে প্রেমিকাকে বধূবেশে দেখেই গুলি চালাল প্রেমিক, আত্মঘাতী হল নিজেও

এদিন তমলুকে দলীয় কর্মীদের দিলীপবাবু বলেন, 'ভয় পেলে জয় আসবে না। ভোটের ময়দানে ঝাঁপাতে হবে ভয়হীন হয়ে। বুকে সাহস নিয়ে লড়লে তবেই তমলুকে জয় পাবে বিজেপি।' 

.