Jatu Lahiri: ৫ বার নির্বাচিত, প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি

কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘরে ফিরছিলেন। সকালেই তাঁর চিকিত্সা চলছিল। আজ সকালে হাওড়ার অম্বিকা কুন্ডু লেনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জটুবাবু।

Updated By: Feb 16, 2023, 04:05 PM IST
Jatu Lahiri: ৫ বার নির্বাচিত, প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি

দেবব্রত ঘোষ: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘরে ফিরছিলেন। সকালেই তাঁর চিকিত্সা চলছিল। আজ সকালে হাওড়ার অম্বিকা কুন্ডু লেনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জটুবাবু।

আরও পড়ুন-শততম টেস্ট খেলতে নামা 'চিন্টু'-তে মোহিত রাহুল দ্রাবিড়   

কংগ্রেস থেকে রাজনীতি শুরু জটুর। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করার পর তিনি ঘাসফুল শিবিরে যোগ দেন। ১৯৯১ সাল থেকে ২০১৬ পর্যন্ত শিবপুর বিধানসভা থেকে ৫ বার বিধায়ক নির্বাচিত হন। মাঝে ২০০৬ সালে ভোটে হেরে যান। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।

গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাননি জটুবাবু। তারপরেই তিনি বিজেপিতে যোগ দেন। তবে গেরুয়া শিবিবেও তিনি টিকিট পাননি তবে রাজ্য কমিটিতে জায়গা পান। গোটা রাজনৈতিক জীবনে কংগ্রেস থেকে ২ বার, তৃণমূল থেকে বিধায়ক নির্বাচিত হন। শেষপর্যন্ত রাজনীতি থেকে সরে যান।

প্রাক্তন বিধায়কের পরিবার সূত্রে খবর, গতবছর বাথরুমে পড়ে গিয়েছিলেন জটুবাবু। তার পর থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন। স্ত্রী আগেই মারা গিয়েছিলেন। এখন তাঁর পরিবারে রইলেন এক ছেলে, এক মেয়ে ও নাতনি।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.