পরীক্ষা দিতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা, আহত ৪ মাধ্যমিক পরীক্ষার্থী
বুধবার সকালে হুগলির চাঁপদানি একটি সুমো ভাড়া করে পরীক্ষা দিতে যাচ্ছিল চার মাধ্যমিক পরীক্ষার্থী।
নিজস্ব প্রতিবেদন: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ৪ পরীক্ষার্থী। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা এলাকায়।
আরও পড়ুন: “গুজব রটানো হচ্ছে, বিকাশরঞ্জনবাবু মুকুল রায়ের হয়ে কোনও মামলা লড়ছেন না”
বুধবার সকালে হুগলির চাঁপদানি একটি সুমো ভাড়া করে পরীক্ষা দিতে যাচ্ছিল চার মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের বাঁশবেড়িয়ায় একটি মাদ্রাসায় সিট পড়েছিল। পথে পোলবার সুগন্ধা দিল্লি রোডের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি সুমোকে পাশ কাটাতে গিয়ে পাশে চেপে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সুমো গাড়ির চালক। গাড়িটি উল্টে যায়। প্রত্যেকেই আহত হয়। তাদের মধ্যে এক পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: বিধায়ক খুনে মুকুলের আগাম জামিনের মামলা লড়ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য?
স্থানীয়রাই তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করান। পরীক্ষার্থীদের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।