Acid Attack: অ্যাসিড হামলায় ঝলসে মৃত্যু, টানা ১৭ বছর পর সাজা ঘোষণা আদালতের
এই মামলার ২০০৫ সালে ১৮ নভেম্বর চার্জশিট পেশ করা হয়
নিজস্ব প্রতিবেদন: প্রায় তিন দশক চার অভিযুক্তের সাজার জন্য দিন গুনেছে রতন সামন্তের পরিবার। ২০০৪ সালের পর এই ২০২১-এ এসে মিলল আদালতের রায়।
পশ্চিম মোদিনীপুরের দাসপুরের বড় শিমুলিয়া গ্রামে রতন সামন্তের উপরে অ্যাসিড হামলা চালিয়েছিল তার ৪ প্রতিবেশী। সম্পত্তি নিয়ে বিবাদ এই আকার নেবে তা ভাবতেই পারেনি রতনবাবুর আত্মীরা।
২০০৪ সালের ২২ জানুয়ারি অ্যাসিডের আঘাতে রতনবাবুর মুখ, বুক, চোখ, মাথা ঝলসে যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে প্রথমে ঘাটাল হাসপাতালে ও পরে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই টানা ২০ দিনের লড়াইয়ের পর মৃত্যু হয় রতন সামন্তের।
আরও পড়ুন-কেমন থাকবে বছর শেষের আবহাওয়া?
সেই ঘটনায় পুলিস ভারতীয় দণ্ডবিধি ৩২৬, ৩০৮, ৩০৪ ও ৩৪ নম্বর ধারায় চার্জশিট পেশ করে নন্দ সামন্ত ও তার স্ত্রী শ্যামলী সামন্ত,স্বদেশ সামন্ত ও তার স্ত্রী নমিতা সামন্তের বিরুদ্ধে।
এই মামলার ২০০৫ সালে ১৮ নভেম্বর চার্জশিট পেশ করা হয়। অবশেষে সেই মামলার আজ চূড়ান্ত রায় ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত। নন্দ সামন্ত ও শ্যামলীর যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। নমিতা সামন্ত ও স্বদেশ সামন্তর ৫ বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। এদিন দাসপুর থানার পুলিস অভিযুক্ত ৪ জনকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করে। কিছুদিন আগেই আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আজ তাদের সাজা ঘোষণা হয়।