Acid Attack: অ্যাসিড হামলায় ঝলসে মৃত্যু, টানা ১৭ বছর পর সাজা ঘোষণা আদালতের

এই মামলার ২০০৫ সালে ১৮ নভেম্বর চার্জশিট পেশ করা হয়

Updated By: Dec 22, 2021, 07:32 PM IST
Acid Attack: অ্যাসিড হামলায় ঝলসে মৃত্যু, টানা ১৭ বছর পর সাজা ঘোষণা আদালতের

নিজস্ব প্রতিবেদন: প্রায় তিন দশক চার অভিযুক্তের সাজার জন্য দিন গুনেছে রতন সামন্তের পরিবার। ২০০৪ সালের পর এই ২০২১-এ এসে মিলল আদালতের রায়।

পশ্চিম মোদিনীপুরের দাসপুরের বড় শিমুলিয়া গ্রামে রতন সামন্তের উপরে অ্যাসিড হামলা চালিয়েছিল তার ৪ প্রতিবেশী। সম্পত্তি নিয়ে বিবাদ এই আকার নেবে তা ভাবতেই পারেনি রতনবাবুর আত্মীরা।

২০০৪ সালের ২২ জানুয়ারি অ্যাসিডের আঘাতে রতনবাবুর মুখ, বুক, চোখ, মাথা ঝলসে যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে প্রথমে ঘাটাল হাসপাতালে ও পরে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই টানা ২০ দিনের লড়াইয়ের পর মৃত্যু হয় রতন সামন্তের।

আরও পড়ুন-কেমন থাকবে বছর শেষের আবহাওয়া?

সেই  ঘটনায় পুলিস ভারতীয় দণ্ডবিধি ৩২৬, ৩০৮, ৩০৪ ও ৩৪ নম্বর ধারায় চার্জশিট পেশ করে নন্দ সামন্ত ও তার স্ত্রী শ্যামলী সামন্ত,স্বদেশ সামন্ত ও তার স্ত্রী নমিতা সামন্তের বিরুদ্ধে।

এই মামলার ২০০৫ সালে ১৮ নভেম্বর চার্জশিট পেশ করা হয়। অবশেষে সেই মামলার আজ চূড়ান্ত রায় ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত। নন্দ সামন্ত ও শ্যামলীর যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। নমিতা সামন্ত ও স্বদেশ সামন্তর ৫ বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। এদিন দাসপুর থানার পুলিস অভিযুক্ত ৪ জনকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করে। কিছুদিন আগেই আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আজ তাদের সাজা ঘোষণা হয়।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.