Gold Idol: সোনার ঠাকুর কেনার শখ, প্রতারকের হাতে আক্রান্ত ১

কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরেই সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারনার চক্র সক্রিয়। অনেকেই প্রতারিত হচ্ছেন দিনের পর দিন। গত মাসেই একটি প্রতারণা চক্রকে হাতেনাতে ধরে কুলতলি থানার পুলিস। এদিন ফের একই ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনা ছড়ায়।

Updated By: Oct 1, 2023, 10:31 AM IST
Gold Idol: সোনার ঠাকুর কেনার শখ, প্রতারকের হাতে আক্রান্ত ১
নিজস্ব চিত্র

তথাগত চক্রবর্তী: সোনার ঠাকুর কিনতে এসে প্রতারকদের হাতে আক্রান্ত এক ব্যক্তি। তাকে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে জানা গিয়েছে। আক্রান্তের নাম অসীম হাওলাদার। তিনি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বানীপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলতলি থানার পুলিস। উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরেই সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারনার চক্র সক্রিয়। অনেকেই প্রতারিত হচ্ছেন দিনের পর দিন। গত মাসেই একটি প্রতারণা চক্রকে হাতেনাতে ধরে কুলতলি থানার পুলিস। এদিন ফের একই ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনা ছড়ায়।

পুলিস ও আক্রান্তের সুত্রে জানা গিয়েছে, হাবড়ার বাসিন্দা অসীম হাওলাদারের সঙ্গে কুলতলির জালাবেড়িয়ার বাসিন্দা আরিফ শেখের সোশাল মিডিযায় পরিচয় হয়। আরিফ শেখ সোনার ঠাকুর বিক্রির টোপ দেয় তাঁকে। কয়েকদিন আগে কুলতলিতে এসে সোনার ঠাকুর দেখেও যান অসীম বাবু।

আরও পড়ুন: LIVE: ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে, আরজি কর হাসপাতালে প্রাণ হারালেন ২০ বছরের যুবতি

এদিন তার ঠাকুর কেনার কথা ছিল। সেইমত ব্যাগে লক্ষাধিক টাকা নিয়ে তিনি কুলতলিতে আসেন। জামতলায় এলে সেখানে তার সঙ্গে আরিফের দেখা হয়। আরিফ কুলতলি জালাবেড়িয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাইকে করে অসীম বাবুকে নিয়ে জালাবেড়িয়ার উদ্দেশ্যে রওনা হয় আরিফ। তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হলে সন্দেহ হয় আসিম হাওলাদারের। তখন পালানোর চেষ্টা করেন তিনি।

আরও পড়ুন: Bengal Weather Today: ঘূর্ণাবর্ত বদলেছে নিম্নচাপে, দক্ষিণে চলবে বৃষ্টির স্পেল

সেই সময় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় তার উপর। তার ব্যাগে থাকা ১ লক্ষ ২ হাজার টাকা নিয়ে অভিযুক্ত চম্পট দেন বলে দাবি আক্রান্তের।

স্থানীয় বাসিন্দারাই আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিসে খবর দেন ৷ পুলিস এসে তাকে উদ্ধার করে ৷ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিস সূত্রে ৷

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

.