দেওয়াল দখল নিয়ে গন্ডগোল সিপিএম-বিজেপি'র

ডানকুনি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে দেওয়াল দখলকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা।

Updated By: Feb 5, 2021, 04:09 PM IST
দেওয়াল দখল নিয়ে গন্ডগোল সিপিএম-বিজেপি'র

নিজস্ব প্রতিবেদন: দেওয়াল নিয়ে দলাদলি। দেওয়াল লিখন নিয়ে সিপিএম ও বিজেপি'র মধ্যে গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়াল হুগলির ডানকুনিতে।

ডানকুনি (Dankuni)  পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে দেওয়াল দখলকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনি ক্লাবের মাঠের সামনের দেওয়ালে নিজেদের প্রচারলিখন সেরে রেখেছিল সিপিএম (cpm)। সিপিএমের অভিযোগ, রাতের অন্ধকারে সেই দেওয়াল দখল করে নেয় বিজেপি (bjp)। এঁকে দেয় নিজেদের প্রতীক পদ্ম। সকালে এই দৃশ্য দেখতে পেয়ে সিপিএম কর্মীরা তা মুছে দেন। তা দেখে পরে বিজেপি আবার সেই দেওয়ালের দখল নিতে আসে বলে অভিযোগ। এবং তখনই বাধা দেয় সিপিএম। দু'দলের মধ্যে গন্ডগোল বাধে। উত্তেজনা ছড়ায়। 

আরও পড়ুন: এখনও ঘোষণা হয়নি নাম, তবু নিজের নামে দেওয়াললিখন শুরু গোসাবা বিধায়কের

খবর পেয়ে হাজির হয় ডানকুনি থানার পুলিস। তারা দু'পক্ষকেই এলাকা থেকে সরিয়ে দেয়। 
বিজেপির ডানকুনি মণ্ডল সভাপতি সুকান্ত মাঝির দাবি, ক্লাবের দেওয়ালে সিপিএম ও তৃণমূলের লেখা রয়েছে। মাঝে যে ফাঁকা জায়গা ছিল সেখানেই তাঁদের প্রতীক আঁকা হয়েছিল। অথচ তা নিয়ে সমস্যা দেখা দেয়।

যদিও সিপিএমের ডানকুনি পুরসভার প্রাক্তন কাউন্সিলর মনোজ গায়েনের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই দেওয়াল প্রচারের কাজে ব্যবহার করে আসছেন।

আরও পড়ুন: দেওয়াল লিখে প্রকাশ্যে খুনের হুমকি, 'বিজেপিতে যোগ দিতেই তৃণমূলের নিশানা' অভিযোগ বিধায়কের

.