Howrah: রসগোল্লা দিবস, পথচারী ও পুলিসকে দেদার রসগোল্লা বিলি হাওড়ার মিষ্টি ব্যবসায়ীদের
রবিবার সকালে হাওড়ার বিভিন্ন জায়গায় দেখা গেল বহু দোকান থেকে বিনামূল্যে পথচারী ও ট্রাফিক পুলিসদের মধ্য়ে বিলি করা হচ্ছে রসগোল্লা
নিজস্ব প্রতিবেদন: রসগোল্লা দিবসে আনন্দে মাতলেন হাওড়ার মিষ্টি ব্যবসায়ীরা। পথচারী ও ট্রাফিক পুলিসকে বিনামূল্যে মিষ্টি খাওয়ালেন হাওড়ার ব্যবসায়ীরা।
রবিবার রসগোল্লা দিবস। ওড়িশার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৪ বছর আগে এইদিনই জিআই ট্য়াগ ছিনিয়ে নেয় পশ্চিমবঙ্গ। সেই দিন থেকে এই দিনটিকে রসগোল্লা দিবস হিসেবে পালন করে থাকে মিষ্টি ব্যবসায়ীরা।
আরও পড়ুন-SKOCH Awards: মমতা সরকারের মুকুটে নয়া পালক, শিক্ষা দফতরকে সেরার পুরস্কার 'SKOCH'-র
নবীনচন্দ্র দাসের হাতে তৈরি এই মিষ্টি বাঙালির প্রাণ-প্রিয়। রবিবার সকালে হাওড়ার বিভিন্ন জায়গায় দেখা গেল বহু দোকান থেকে বিনামূল্যে পথচারী ও ট্রাফিক পুলিসদের মধ্য়ে বিলি করা হচ্ছে রসগোল্লা।
মিষ্টির দোকানের মালিকরা জানাচ্ছেন, এই দিনটি গোটা রাজ্যে আজ তাঁরা পালন করছেন। বিনামূল্যে শিশু ও পথচারীদের রসগোল্লা খাইয়ে মিষ্টিমুখ করানো হচ্ছে। সারাদিনই এই অনুষ্টান চলবে।