থানা চত্বরেই বিজেপির জেলা সভাপতির চামড়া তুলে নেওয়ার হুমকি তৃণমূল নেতার
জলপাইগুড়ির কোতোয়ালি থানা চত্বরেই হুমকি তৃণমূল নেতার
নিজস্ব প্রতিবেদন: থানা চত্বরেই বিরোধীদের হুমকি তৃণমূল নেতার। জলপাইগুড়ির কোতোয়ালি থানার বাইরে যুব তৃণমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, ''৪৮ ঘন্টার মধ্যে বিজেপির দুষ্কৃতীরা গ্রেফতার না হলে বিজেপি পার্টি অফিসে হামলা চালানো হবে।'' তাঁর হুঁশিয়ারি, ''বিজেপির জেলা সভাপতি-সহ অন্য নেতাদের পিঠের চামড়া তুলে নেবার সময় এসেছে।''
কাজের বরাত নিয়ে শুক্রবার সকালে জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লিতে বিজেপি ও তৃণমূল সংঘর্ষে জখম হন ১৩ জন। আহতরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। বিজেপির যুবমোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদ বলেন, ''বিবেকানন্দপল্লিতে বিজেপির সাংগঠনিক শক্তি বাড়ায় গত কয়েকদিন থেকেই আমাদের কর্মীদের হুমকি দিচ্ছিল শাসক দলের কর্মীরা। ৩১ নম্বর জাতীয় সড়কের চার লেনের কাজের জন্য শ্রমিক নেওয়া হচ্ছে। সেই কাজ বাইরের লোকদের দিচ্ছে তৃণমূল।''
আরও পড়ুন- দলের মঞ্চে তোলাবাজির কথা কার্যত স্বীকার করলেন অনুব্রত
বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসক দলের জলপাইগুড়ি জেলার যুব তৃণমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, বিজেপির দুষ্কৃতীরাই তৃণমূলের উপরে হামলা চালিয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতার করতে হবে।