Kontai: অনাস্থা প্রস্তাব পাস, কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত শুভেন্দু

অভিযোগ, মামলা করে গত ৪ মাস ধরে ব্যাঙ্কের কাজকর্ম আটকে রেখেছেন শুভেন্দু

Updated By: Aug 24, 2021, 01:32 PM IST
Kontai: অনাস্থা প্রস্তাব পাস, কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত শুভেন্দু

নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত পাস হল শুভেন্দুর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। কাঁথি সমবায় ব্য়াঙ্কের চেয়ারম্যানের পর থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে। অস্থায়ী ভাবে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্য়ান।

আরও পড়ুন-Vaccination: আগে এলে আগে টিকা, 'স্লট টাইমিং' উঠে পুরনো নীতিই বহাল  

উল্লেখ্য, কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনেন ব্য়াঙ্কের বেশ কয়েকজন ডিরেক্টর। মোট ১৮ ডিরেক্টরের মধ্যে ১০ জন আজ ওই অনাস্থা ভোটাভুটিতে হাজির হন। তাতে শেষপর্যন্ত পরাজিত হন শুভেন্দু।

অভিযোগ, মামলা করে গত ৪ মাস ধরে ব্যাঙ্কের কাজকর্ম আটকে রেখেছেন শুভেন্দু। আজ দুপুর বারোটার পর ওই অনাস্থা প্রস্তাব পাস হয়। তারপর জরুরি বৈঠকে ডেকে শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যানের পদ থেকে সরানের কথা ঘোষণা করেন ব্য়াঙ্কের অন্যতম ডিরেক্টর আলেম আলি খান। তাঁর দাবি, গত চার মাস ধরে ব্যাঙ্কের পদ আঁকড়ে থেকে ব্যাঙ্কের ক্ষতি করছিলেন শুভেন্দু। এতে ব্যাঙ্কের গ্রাহকদের বিভিন্ন কাজ-সহ লোন দেওয়ার কাজও আটকে ছিল।

আরও পড়ুন- Afghanistan crisis: স্বস্তির ঘরে ফেরা, 'গুরুগ্রন্থসাহেব' সঙ্গে নিয়ে কাবুল থেকে ফিরলেন ৭৮ জন ভারতীয় 

গত কয়েক বছর ধরেই কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্য়ান পদে ছিলেন শুভেন্দু। দুবারে বেশি ওই পদে থাকা যায় না। সেই জায়গায় তিনি ওই পদে ছিলেন বেশ কয়েকবার। এমনটাই দাবি শুভেন্দু বিরোধী শিবিরের। এনিয়ে রাজনৈতির বিতর্ক তৈরি হয়। ব্যাঙ্কের সামনে শুভেন্দু অধিকারীর পদত্য়াগের দাবিতে বিক্ষোভও দেখায় তৃণমূল সমর্থকরা। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন নন্দীগ্রামের বিধায়ক। আদালতের আদেশ ছিল, অনৈতিকভাবে শুভেন্দুকে সরানো যাবে না। তার পরেই এই অনাস্থা আনা হয়।
 
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.