কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, অনুমান করেই ভাঙচুর চালাল মৃত শ্রমিকের পরিবার
স্পঞ্জ আয়রণ কারখানার কর্মী তারাপদ রায়ের গতকাল দুপুর ১টায় ছুটি হওয়ার কথা ছিল।
নিজস্ব প্রতিবেদন: কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কর্মীর কিন্তু কারখানা কর্তৃপক্ষ বিষয়টি লুকোচ্ছে- এই অভিযোগে জামুড়িয়া শিল্পতালুকে একটি স্পঞ্জ আয়রণ কারখানায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল স্থানীয় বাসিন্দারা। পরে মৃত শ্রমিকের দেহ উদ্ধার হল কারখানার পাশে একটি পুকুরে।
আরও পড়ুন- হিন্দু জামাইয়ের ঔরসের সন্তান মেয়ের গর্ভে! ফোন করে ডেকে গর্ভপাত করাল বাপেরবাড়ি
স্পঞ্জ আয়রণ কারখানার কর্মী তারাপদ রায়ের গতকাল দুপুর ১টায় ছুটি হওয়ার কথা ছিল। কারখানার উপস্থিতির খাতায় রয়েছে তার নাম। অথচ রাতে পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা অন্য কিছু ভেবে বসেন। কারখানার মধ্যেই কিছু ঘটেছে বলে অনুমান করেন তাঁরা। দলবল পাকিয়ে কারখানায় ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!
মঙ্গলবার সকালে স্থানীয় পুকুর পাড়ে তারাপদ জুটো ও প্যান্ট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর পুকুরে ডুবুরি নামানো হয়। পুকুর থেকেই উদ্ধার হয় তারাপদর দেহ। মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় জামুরিয়া থানার পুলিশ।