Mamata Banerjee: কেন্দ্রের 'বঞ্চনা'; 'এরকমভাবে চলতে পারে না', ফের সরব মুখ্যমন্ত্রী

হাওড়ার পাঁচলায় এক অনুষ্ঠানে সাধারণ মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যয়। উদ্বোধন করলেন  ৯১১টি প্রকল্পেরও।

Updated By: Feb 9, 2023, 05:55 PM IST
Mamata Banerjee: কেন্দ্রের 'বঞ্চনা'; 'এরকমভাবে চলতে পারে না', ফের সরব মুখ্যমন্ত্রী

দেবব্রত ঘোষ:  'এরকমভাবে চলতে পারে না'। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী। বললেন, 'মনে রাখবেন, ১১ লক্ষ লোকের বাড়ি টাকা পড়ে আছে। সবাই বলে একটা বাড়ি দিন। বাড়ি দেব কোথা থেকে'! 

শিয়রে পঞ্চায়েত ভোট। এদিন হাওড়ার পাঁচলায় এক অনুষ্ঠানে সাধারণ মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ১৫টি জেলার জন্য উদ্বোধন করলেন ৯১১টি প্রকল্পেরও। তাঁর আক্ষেপ, 'একসময়ে হাওড়াকে বলা হত প্রাচ্যের ম্যানচেস্টার। তখন হাওড়া ছিল শিল্পের পূণ্যভূমি। বাম আমলে সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে'।

২০১৮ সালে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের উপর নতুন একটি সেতু তৈরির কাজ শুরু হয়। নাম, গরপা সেতু। এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে ভার্চুয়ালি সেতুটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর যখন সভা সেরে ফিরছিলেন, তথন নবনির্মিত গড়পা সেতুতে গাড়ি থামিয়ে পূর্ত দফতরের সচিবের সঙ্গে কথা বলেন তিনি।

 

আরও পড়ুন: Burdwan Station, Train Cancel: পুরনো ব্রিজ ভাঙতে পাওয়ার ব্লক বর্ধমান স্টেশনে, বন্ধ ট্রেন; ভোগান্তি নিত্যযাত্রীদের

 পাঁচলার সভায় যেমন রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী, তেমনির সুর চড়ান কেন্দ্রের বিরুদ্ধেও। তিনি বলেন, 'প্রকল্প বন্ধ করে দিয়েছে, টাকা দেয়। রেশনে গরীর মানুষদের কোভিডের সময়ে কিছু কিছু দেওয়া হত। খাবারে ভর্তুকি কেটে নেওয়া হয়েছে। শিক্ষার টাটা কেটে নিচ্ছে, রাস্তায় টাকা কেটে নিচ্ছে। ওরা শুধু ছবি লাগায়। বাড়ির টাকা ওরা একা দেয় না। ওই টাকা রাজ্য সরকারের কাছ থেকে তুলে নিয়ে যায়'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.