আফরাজুলের পরিবারের পাশে দাঁড়ানোয় মমতার বেনজির প্রশংসা

প্রয়াত গনিখান চৌধুরীর ভাগনি মৌসম এদিন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই নিহত পরিবারের পাশে দাড়িয়েছেন, তা প্রশংসাযোগ্য। মৌসম বেনজির নুর আরও বলেন, এ জেলাতে নয় সারা দেশে এই রকম ঘৃণ্য কাজের বিরুদ্ধে আন্দোলন করবে কংগ্রেস।

Updated By: Dec 11, 2017, 06:56 PM IST
আফরাজুলের পরিবারের পাশে দাঁড়ানোয় মমতার বেনজির প্রশংসা

নিজস্ব প্রতিনিধি : রাজস্থানে নৃশংসভাবে খুন হওয়া মালদার শ্রমিক আফরাজুল খানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানালেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি মৌসম বেনজির নুর।

প্রয়াত গনিখান চৌধুরীর ভাগনি মৌসম এদিন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই নিহত পরিবারের পাশে দাড়িয়েছেন, তা প্রশংসাযোগ্য। মৌসম বেনজির নুর আরও বলেন, এ জেলাতে নয় সারা দেশে এই রকম ঘৃণ্য কাজের বিরুদ্ধে আন্দোলন করবে কংগ্রেস।

আরও পড়ুন- ৩ লক্ষ টাকা সাহায্য, ১ জনকে চাকরি; আফরাজুলের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মৌসম জানান, কংগ্রেসের সভাপতির পদে সদ্য দায়িত্ব নেওয়া রাহুল গান্ধীকে এখনও  এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জানানো হয়নি। দলের শীর্ষ নেতৃত্বরা সে কথা জানাবেন। তারপর নিহত শ্রমিক পরিবারের সাথে দেখা করার জন্য রাহুল গান্ধীকেও এ রাজ্যে আসতে আবেদন জানানো হবে। এদিন ইংরেজবাজার শহরে নৃশংস খুনের প্রতিবাদে মৌন মিছিল ও মানব বন্ধন করে জেলা কংগ্রেস।

আরও পড়ুন - আফরাজুলের ভিন ধর্মে বিয়ের কথা মানতে নারাজ স্ত্রী-মেয়ে

.