Kalimpong: চাঁদের আলোয় ধোওয়া রাতের অপরূপ পাহাড়ে ভিড় পর্যটকদের

স্থানীয় পর্যটনের ক্ষেত্রে এটা নতুনত্বের সঞ্চার করল।

Updated By: Nov 22, 2021, 01:11 PM IST
Kalimpong: চাঁদের আলোয় ধোওয়া রাতের অপরূপ পাহাড়ে ভিড় পর্যটকদের

নিজস্ব প্রতিবেদন:  চাঁদের আলোয় উদ্ভাসিত পাহাড়। স্নিগ্ধ চন্দ্রালোক পাহাড়কে যেন অন্য মাত্রা দিয়েছে। এবার পাহাড়ে চাঁদ দেখার জন্যই পর্যটকদের নতুন করে সমাগম হল। 

কালিম্পংয়ের দারাগাওঁ থেকে সুনতালে-- সর্বত্র একই দৃশ্য। পর্যটনোদ্যোগীরা দারুণ উৎসাহিত। তাঁদের বক্তব্য, শুধুমাত্র চাঁদের আলোয় উদ্ভাসিত পাহাড়ের অনাবিল সৌন্দর্য উপভোগ করতেই সকলে এলেন। পর্যটনের ক্ষেত্রে এটা এক নতুনত্বের সঞ্চার করল।

শনিবার রাতে চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারপাশ। পাহাড়ে আগে থেকেই বেশকিছু এলাকায় পর্যটকরা এসে পৌঁছেছিলেন। বিকেল থেকে তাঁদের অনেকেই জ্যোৎস্নাভেজা পাহাড় দেখতে বেরলেন।
সুনতালে ঘুরতে আসা পর্যটকদের দাবি, এ দৃশ্য অতুলনীয়।

পাহাড়ে পর্যটনের সঙ্গে যুক্ত শুভম পোদ্দার  জানান, অনেকেই দুপুর বা বিকেলের দিকে বেরিয়ে সন্ধ্যায় পাহাড়ে আসছেন। ভিড় জমাচ্ছেন পর্যটক আবাসগুলিতে। চাঁদের আলোয় উদ্ভাসিত পাহাড়ে কিছুটা পথ হাঁটা কিংবা গাড়িতে করে ঘোরার  অসাধারণ অনুভূতি তাঁদের মুগ্ধ করল।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Camels in Malda: বাঁশবাগানে হঠাৎ 'হাজির' উটের দল!

.