অমানবিক! জল নিয়েছে করোনা রোগীর পরিবার, কাপড় জড়িয়ে কল বন্ধ করল প্রতিবেশীরা
প্রতিবেশীদের একাংশের বক্তব্য, পরিবারটিতে একজন করোনা আক্রান্ত রয়েছেন। কিন্তু তারা কোনও নিয়মকানুন মানছেন না
নিজস্ব প্রতিবেদন: আলিপুরদুয়ারেও বাড়ছে করোনা সংক্রমণ। এনিয়ে নেওয়া হচ্ছে সতর্কতাও। তা বলে করোনা রোগীর পরিবারের জল বন্ধ! এমনই এক ঘটনা ঘটল আলিপুরদুয়ারের ২ নম্বর ওয়ার্ডে।
আরও পড়ুন-চব্বিশ ঘণ্টার মধ্যে আরও এক, উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর
ওই ওয়ার্ডে একটি পরিবারের একজন করোনা আক্রান্ত(Covid patient) হয়েছেন। তাদের ঘরের সামনেই রয়েছে পুরসভার একটি জলের কল। করোনা রোগী ধরা পড়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বেড়েছে পাড়ায়।
ওই খবর পাওয়া মাত্রই প্রতিবেশীদের একাংশ করোনা আক্রান্ত ওই রোগীর পরিবারের লোকজনকে পুরসভার কল থেকে জল নিতে নিষেধ করেন। কিন্তু পাড়ায় একটিমাত্র কল। তাহলে জল পাওয়া যাবে কোথা থেকে! ফলে ওই কল থেকেই জল নেন করোনা আক্রান্ত রোগীর পরিবার। তাতেই সমস্যার শুরু। গতকাল রাতে ওই কলের মাথা খুলে তা কাপড় দিয়ে মুড়ে দিয়েছেন প্রতিবেশীদের কয়েকজন।
আরও পড়ুন-পিস্তল উঁচিয়ে তাণ্ডব, ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র পাঁচলার হাসপাতাল
প্রতিবেশীদের একাংশের বক্তব্য, পরিবারটিতে একজন করোনা আক্রান্ত রয়েছেন। কিন্তু তারা কোনও নিয়মকানুন মানছেন না ৷ পাড়ায় ছোট ও বয়স্ক মানুষ রয়েছে ৷ তাই অনুচিত হলেও এছাড়া উপায় ছিল না।
তবে প্রতিবেশী একাংশ বলছেন এটা ঠিক নয় ৷ তাদের আরও বুঝিয়ে বলতে পারা যেত ৷ কেউ কেউ আক্রান্ত বাড়িতে খাওয়ার জল পৌছেও দিয়েছেন ৷