Suvendu-কে অপসারণের দাবি, অনাস্থা প্রস্তাব পূর্ব মেদিনীপুরের কন্টাই সমবায় ব্যাঙ্কে

২ অগাস্ট বৈঠকে বসছেন ইউনিয়নের সদস্যরা।

Updated By: Jul 23, 2021, 06:34 PM IST
Suvendu-কে অপসারণের দাবি, অনাস্থা প্রস্তাব পূর্ব মেদিনীপুরের কন্টাই সমবায় ব্যাঙ্কে

নিজস্ব প্রতিবেদন: যেদিন দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন, সেদিনই শুভেন্দু অধিকারীকে অপসারণের দাবি উঠল! অনাস্থা প্রস্তাব আনা হল পূর্ব মেদিনীপুরের কন্টাই সমবায় ব্যাঙ্কে। আগামী ২ আগস্ট বৈঠকে বসছেন ইউনিয়নের সদস্যরা।

একুশের বিধানসভা ভোটের আগে দলবদল। মন্ত্রিত্ব-সহ সমস্ত সরকারি পদ ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। কিন্তু পূর্ব মেদিনীপুরের কন্টাই সমবায় ব্যাঙ্কের ইউনিয়নের সভাপতির পদটি ছাড়েননি এখনও। রাজ্যের বিরোধী দলনেতাকে অপসারণের দাবিতে এবার অনাস্থা প্রস্তাব আনলেন ইউনিয়নের ডিরেক্টররা। জানা গিয়েছে, এই কন্টাই সমবায় ব্যাঙ্কে ডিরেক্টর সংখ্যা ১৪।  তাঁদের মধ্যে ১১ জনই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন। এদিন ইউনিয়ন সম্পাদক হরিসাধন দাস অধিকারীর কাছে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। তিনি জানিয়েছেন, ২  অগাস্ট ইউনিয়নে বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই এই অনাস্তা প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: বাঁকুড়া শিশু পাচারকাণ্ডে স্বপন দত্তই হয়ে উঠেছিল মূল পান্ডা!

এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জরুরি তলব পেয়ে এদিন দিল্লিতে যান শুভেন্দু অধিকারী। সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। জেপি নাড্ডার সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে বলে খবর।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.