স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করে খুন

Updated By: Aug 24, 2017, 07:27 PM IST
স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করে খুন
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : স্কুলছাত্রীকে উত্যক্ত করায় প্রতিবাদ করেছিলেন। দুষ্কৃতীর হাঁসুয়ার কোপে প্রাণ হারালেন প্রতিবাদী। গণপিটুনিতে মৃত্যু দুষ্কৃতীরও। জোড়া মৃত্যুর পর থমথম মালদার গয়েশবাড়ি। মাদকের রমরমাতেই এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। নিষ্ক্রিয় পুলিস। অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীদের। সাত সকালে খুনোখুনি, রক্তারক্তি। চাঞ্চল্য মালদার কালিয়াচকের গয়েশবাড়িতে।

স্কুলে যাচ্ছিল নবম শ্রেণীর ছাত্রীটি। তাকে উত্যক্ত করে তৌফিক শেখ নামে এক যুবক। শ্লীলতাহানির চেষ্টাও করে। ছাত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন রাজু শেখ। প্রতিবাদ করেন। হাঁসুয়া নিয়ে রাজুর ওপর ঝাঁপিয়ে পড়ে তৌফিক। এলোপাথাড়ি কোপাতে থাকে রাজুকে।

আরও পড়ুন- চুরি করতে এসে মহিলার মুখ থেঁতলে খুন করল দুষ্কৃতীরা

এগিয়ে আসেন এলাকাবাসী। রাজু শেখকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তৌফিককে ধরে ফেলেন গ্রামবাসীরা। এর মধ্যে খবর আসে মৃত্যু হয়েছে রাজুর। তৌফিককে ধরে শুরু হয় মার। পুলিসকে এসে ওই দুষ্কৃতীকে উদ্ধার করে। ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

মাদকের রমরমায় বাড়ছে দুষ্কৃতী তাণ্ডব। পুলিসের ভুমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। ছেলেকে হারিয়ে শোকে পাথর মা। থমথমে গ্রামে চড়ছে ক্ষোভের পারদ। তবুও গ্রামবাসীদের আশা, জোড়া মৃত্যুর পর এবার হয়তো সক্রিয় হবে প্রশাসন।

.