হাঁসফাঁস গরম থেকে স্বস্তি, কালবৈশাখির হাত ধরে প্রাণ জুড়োল, সঙ্গে সামান্য দুর্ভোগও
হাঁসফাঁস গরম থেকে স্বস্তি। কালবৈশাখির হাত ধরে প্রাণ জুড়োল রাঢ় বঙ্গে। গরমের শুরুতেই ফুটিফাটা হয়ে গিয়েছিল পুরুলিয়ার মাটি। দুদিনের বৃষ্টিতে শ্রী ফিরেছে মাটির। বাঁকুড়ার রুক্ষ লালমাটিতেও বৃষ্টির স্পন্দন। বিকেলের পরই তুমুল ঝড়-বৃষ্টি হয় জেলায়। ব্যাপক ঝড়বৃষ্টি বর্ধমানেও। জেলাজুড়ে তুমুল বৃষ্টিতে কিছুটা ক্ষতির মুখে পাকা বোরো ধান। শহরের বেশকিছুটা অংশ বিদ্যুত্ বিচ্ছিন্ন। কালবৈশাখীর স্বস্তি হুগলিতেও। সন্ধেয় পর ঝড়বৃষ্টিতে রেহাই মিলেছে দিনভর ভ্যাপসা গরমের হাত থেকে। বৃষ্টির দাপটে পণ্ড হয়ে যায় বাবুল সুপ্রিয়র বর্ষবরণের অনুষ্ঠানও। কালবৈশাখি স্বস্তি দিয়েছে বীরভূমেও।
Updated By: Apr 23, 2017, 10:23 PM IST
