ফের রেকর্ড! রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০,২৪৪, মৃতের সংখ্যা ৪৫১

সুস্থ হয়ে ছাড়া পাওযার হার ৪১.০৫ শতাংশ। যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে।

Updated By: Jun 12, 2020, 09:05 PM IST
ফের রেকর্ড! রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০,২৪৪, মৃতের সংখ্যা ৪৫১

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ হাজার। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪৭৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,২৪৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৪৫১। অন্যদিকে পরিসংখ্যান অনুযায়ী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,২০৬ জন। সুস্থ হয়ে ছাড়া পাওযার হার ৪১.০৫ শতাংশ। যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে। সরকারি বুলেটিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২জুন পর্যন্ত ৩,১৫,৬৯৯টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত রাজ্যে কোভিড-১৯এ মহিলাদেরই বেশি মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: তালা ভেঙে চুরির ঠাকুরবাড়ির গুরুচাঁদ মন্দিরে, খোয়া গেল গহনা সহ প্রণামী বাক্স

পাশাপাশি করোনার কামড় প্রতিদিনই জোরালো হচ্ছে ভারতে। এবার বিশ্ব কোভিড তালিকায় চতুর্থ স্থানে ভারত। প্রথমবার ভারতে দৈনিক সংক্রমনও ১০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৯৫৬। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। দেশে মোট মৃত ৮ হাজার ৪৯৮। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিত ২ লক্ষ ৯৭ হাজার ৫৩৫। ফলে স্পেন,ব্রিটেনকে টপকে একধাক্কায় দু-ধাপ উঠে ৪ নম্বরে চলে এল ভারত। তবে করোনা মুক্ত হয়েছেন ১ লক্ষ ৪৭ হাজারের বেশি মানুষ।

.