Murshidabad: পাঠান চলাকালীন ভেঙে পড়ল সিনেমা হলের ছাদ! আহত ৫

চার বছর মুক্তি পেল শাহরুখ খানের ছবি। পর্দায় কিং খানের এমন অ্যাকশন নাকি দেখা যায়নি আগেও! শাহরুখ ফ্যানদের উন্মদনা তুঙ্গে।

Updated By: Jan 26, 2023, 11:30 PM IST
Murshidabad: পাঠান চলাকালীন ভেঙে পড়ল সিনেমা হলের ছাদ! আহত ৫

সোমা মাইতি: জরাজীর্ণ সিনেমা হলে দেখানো হচ্ছিল 'পাঠান'! শাহরুখ খানের ছবিতে বুঁদ হয়েছিলেন দর্শকরা। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের একাংশ। আহত ৫। দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদের কান্দিতে।

চার বছর মুক্তি পেল শাহরুখ খানের ছবি। পর্দায় কিং খানের এমন অ্যাকশন নাকি দেখা যায়নি আগেও! শাহরুখ ফ্যানদের উন্মদনা তুঙ্গে। সেই পাঠানেরই শো চলছিল কান্দির ছায়াপথ সিনেমা হলে। এদিন ছিল সাধারণতন্ত্র দিবস, আবার সরস্বতী পুজোও। ফলে দর্শকদের ভিড়ও ছিল তুলনামূলকভাব বেশি।

আরও পড়ুন: সুন্দরবন রক্ষায় সিনেট, ভালোবাসার টানে সুদূর আয়ারল্যান্ড থেকে এসে সুন্দরী রোপণ!

এদিকে কান্দির ছায়াপথ সিনেমার বিল্ডিংটি বহু পুরনো। দীর্ঘদিন ধরেও কোনও রক্ষণাবেক্ষণও হয় না বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিনিট কুড়ির নির্বিঘ্নেই সিনেমা দেখেন তাঁরা। তারপর? অন্ধকারে হলে ভেঙে পড়ে ছাদের একাংশ!আহত হন শিশু-সহ ৫ জন। বরাতজোরে রক্ষা পান বাকি দর্শকরা। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক অপূর্ব সরকার। বাতিল করে দেওয়া হয় শো। প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ছেড়ে হলেও, ১ একজন এখনও হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)