সিঙুরের জমি আর চাষযোগ্য নেই, তাই সরষের জায়গায় ঘাসফুল ফুটছে, কটাক্ষ লকেটের

লকেটের দাবি, 'মুখ্যমন্ত্রী নিজেও জানেন সিঙুরের জমি চাষের উপযুক্ত নেই। এতদিন স্বীকার করছিলেন না। আসলে উনি কোনও দিন কৃষকের কথা ভাবেননি। নিজের প্রয়োজনে কৃষকদের ব্যবহার করেছেন।' 

Updated By: Jul 10, 2019, 02:56 PM IST
সিঙুরের জমি আর চাষযোগ্য নেই, তাই সরষের জায়গায় ঘাসফুল ফুটছে, কটাক্ষ লকেটের

নিজস্ব প্রতিবেদন: সিঙুরে জমি চাষের উপযুক্ত নয়। তাই মুখ্যমন্ত্রী সরষে বিজ ছড়ালেও সেখানে ঘাসফুল ফুটেছে। এভাবেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবকে কটাক্ষ করলেন স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার দিল্লিতে একথা বলেন তিনি। 

 

লকেট বলেন, 'সিঙুরের কৃষক চাষ করতে চাইছে না, তা নয়। সেখানকার জমি চাষের উপযুক্ত নেই। তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) লোক দেখানো সরষে ছড়িয়েছিলেন। সরষে হয়নি, ঘাসফুল হয়েছে। আমি আগেও বলেছি, শিল্প হোক। আবারও বলছি টাটা ফিরে আসুক।'

লকেটের দাবি, 'মুখ্যমন্ত্রী নিজেও জানেন সিঙুরের জমি চাষের উপযুক্ত নেই। এতদিন স্বীকার করছিলেন না। আসলে উনি কোনও দিন কৃষকের কথা ভাবেননি। নিজের প্রয়োজনে কৃষকদের ব্যবহার করেছেন।' 

“সিঙ্গুরে চাষের পরিমাণ কেন কমেছে, আমি কী করে বলব!” বিধানসভায় দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

বলে রাখি, বুধবার বিধানসভায় সুজন চক্রবর্তীর এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, সিঙুরের ৯৯৭ একর জমির মধ্যে মাত্র ২৬০ একর জমিতে চাষ হয়েছে। সার, বীজ ও অনুদান দেওয়ার পরেও সেখানে কৃষকরা চাষ করতে চাইছেন না। এর পরই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, চাষিরা কেন চাষ করছেন না আমি কী করে বলব?

.