দার্জিলিঙে তুষারপাত, সমতলে তাপমাত্রা হতে পারে আরও নিম্নমুখী

তাপমাত্রা আরও কমার সম্ভাবনা সমতলেও।

Updated By: Dec 28, 2018, 06:47 PM IST
দার্জিলিঙে তুষারপাত, সমতলে তাপমাত্রা হতে পারে আরও নিম্নমুখী

 নিজস্ব প্রতিবেদন:  সাত বছরের অপেক্ষা। এবার হল তার অবসান। তুষারপাত হল দার্জিলিঙে। আনন্দে ভাসলেন পর্যটকরা।  তাপমাত্রা আরও কমার সম্ভাবনা সমতলেও।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা।

দার্জিলিঙে তুষারপাত

শুক্রবার বরফ পড়ে ঘুম, সোনাদা, জোড়বাংলায়। এরফলে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। হাড়হিম ঠান্ডায় জুবুথুবু  উত্তরবঙ্গ। 

লাভায় তুষারপাত

এদিন সকালে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১ ডিগ্রি সেলসিয়াস। লাভার সর্বনিম্ন তাপমাত্র ৪ ডিগ্রি ও রিশপের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। এবছর রেকর্ড পারদ পতন হল। আগামী কয়েকদিনে এর ধারেকাছেই ঘোরাফেরা করবে তাপমাত্রা। পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে, অর্থাত্ কনকনে ঠান্ডাতেই জুবুথুবু হবে বর্ষশেষ ও বর্ষবরণের রাত।

 

 

.