বাংলাদেশ থেকে আসা জাল-নোট চক্রের চাঁই কালু শেখ ধৃত

জাল নোট পাচার চক্রের মোকাবিলায় বড়সড় সাফল্য পেল রাজ্যপুলিস ও সিআইডি। গোয়েন্দাদের তত্‍পরতায় ধরা পড়া গেল বাংলাদেশ থেকে আসা জাল-নোট চক্রের চাঁই কালু শেখ ওরফে জেনারুল ইসলাম। কালিয়াচক সীমান্ত দিয়ে জেনারুল ভারতে এসেছিল। বহরমপুর ঘুরে ফের বাংলাদেশ ফেরার আগেই সিআইডি তাকে গ্রেফতার করে। এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় জাল নোটের সাতটি কারখানা চলে বলে গোয়েন্দাদের কাছে খবর। এর মধ্যে তিনটির মালিক এই জেনারুল। দীর্ঘদিন ধরেই জেনারুল এনআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল। অবশেষে তার নাগাল পেল সিআইডি। আরও পড়ুন- ১ টাকার কয়েন নিয়ে নয়া গুজব!

Updated By: May 30, 2017, 09:57 PM IST
বাংলাদেশ থেকে আসা জাল-নোট চক্রের চাঁই কালু শেখ ধৃত

ওয়েব ডেস্ক: জাল নোট পাচার চক্রের মোকাবিলায় বড়সড় সাফল্য পেল রাজ্যপুলিস ও সিআইডি। গোয়েন্দাদের তত্‍পরতায় ধরা পড়া গেল বাংলাদেশ থেকে আসা জাল-নোট চক্রের চাঁই কালু শেখ ওরফে জেনারুল ইসলাম। কালিয়াচক সীমান্ত দিয়ে জেনারুল ভারতে এসেছিল। বহরমপুর ঘুরে ফের বাংলাদেশ ফেরার আগেই সিআইডি তাকে গ্রেফতার করে। এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় জাল নোটের সাতটি কারখানা চলে বলে গোয়েন্দাদের কাছে খবর। এর মধ্যে তিনটির মালিক এই জেনারুল। দীর্ঘদিন ধরেই জেনারুল এনআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল। অবশেষে তার নাগাল পেল সিআইডি। আরও পড়ুন- ১ টাকার কয়েন নিয়ে নয়া গুজব!

 

.