ডায়মন্ডহারবারে Nadda-র সভা, যাত্রাপথে TMC-র মিছিল-অবরোধ

নাড্ডার সভাস্থল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে কুলপিতে পথ অবরোধ করেছে তৃণমূল যুব কংগ্রেস।

Updated By: Dec 10, 2020, 12:28 PM IST
ডায়মন্ডহারবারে Nadda-র সভা, যাত্রাপথে TMC-র মিছিল-অবরোধ

নিজস্ব প্রতিবেদন : অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের গড়ে আজ বিজেপি সর্বভারতীয় সভাপতি J P Nadda-র সভা। ডায়মন্ডহারবারের সুলতানপুরে আজ বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন জে পি নাড্ডা। এদিকে নাড্ডা ডায়মন্ডহারবারে পৌঁছনোর আগেই কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ডহারবার রোডের মোড়ে মোড়ে চলছে TMC-র সভা।

নাড্ডার সভাস্থল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে কুলপিতে পথ অবরোধ করেছে তৃণমূল যুব কংগ্রেস। হটুগঞ্জেও চলছে তৃণমূলের অবরোধ বিক্ষোভ। অবরোধের জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে এই মুহূর্তে যান চলাচল বন্ধ। কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় পথ অবরোধ করেছে তৃণমূল যুব কংগ্রেস। পাশাপাশি নাড্ডার যাত্রাপথে শিরাকোলেও মিছিল করছেন তৃণমূল নেতা, কর্মীরা। গলায় বিভিন্ন সবজির মালা ঝুলিয়ে কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। কয়েক হাজার কর্মী যোগ দিয়েছেন মিছিলে। একইসঙ্গে সরিষাতেও রাস্তার ধারেই বাঁধা হয়েছে মঞ্চ। মঞ্চে উপস্থিত আছেন সোনালি গুহ সহ তৃণমূল নেতৃত্ব। সংগ্রামপুরেও অবরোধ তৃণমূলের।

প্রসঙ্গত, নাড্ডার যাত্রাপথে হামলা হতে পারে, অশান্তির আশঙ্কা করছে গেরুয়া শিবির। ইতিমধ্য়েই জেপি নাড্ডার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নাড্ডার সফরে পর্যাপ্ত নিরাপত্তার না থাকার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে ক্ষোভ উগড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। 

আরও পড়ুন, টিকিট না পেলে দলে ঘোঁট পাকাবেন না, নেতৃত্বকে বার্তা Nadda-র 

নাড্ডার নিরাপত্তায় গাফিলতি, পুলিসের গা ছাড় মনোভাব! স্বরাষ্ট্রমন্ত্রিকে চিঠি দিলীপের

.