WB Assembly Election 2021: রাজ্যে আইনের শাসন, আর্থিকভাবে অনগ্রসর পরিবারকে মাসে ৭৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কংগ্রেসের ইশতাহারে

তৃণমূলকে নিশানা করে অধীর বলেন, ভোটের আগে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের দারিদ্র টাকা দিয়ে কিনতে চাইছেন  

Updated By: Mar 22, 2021, 06:24 PM IST
WB Assembly Election 2021: রাজ্যে আইনের শাসন, আর্থিকভাবে অনগ্রসর পরিবারকে মাসে ৭৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কংগ্রেসের ইশতাহারে

নিজস্ব প্রতিবেদন: তৃণমূল-বিজেপির পর এবার ইশতাহার প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। আর ওই ইশতাহার প্রকাশের আগে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলেন, বিজেপির ম্য়ানিফেস্টোতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ওরা কখনওই মেটাবে না। আগেও ওরা এরকম প্রতিশ্রুতি দিয়েছিল, মেটায়নি। আচ্ছে দিন আনতে পারেনি। নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে ভোট দিন।

আরও পড়ুন- WB assembly election 2021: প্রার্থী নিয়ে ক্ষুব্ধ কংগ্রেসকর্মী; দল জানাল প্রার্থীবাছাই নিয়ম মেনেই

অন্যদিকে, তৃণমূলকে নিশানা করে অধীর(Adhir Chowdhuri)বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় এখন বাম-কংগ্রেসের ভূত দেখছেন। দিদি যেভাবে প্রতিশ্রুতির বন্যা বইয়েছিলেন তার ধাক্কায় মানুষের কোমর ভেঙেছে। ভোটের আগে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের দারিদ্র টাকা দিয়ে কিনতে চাইছেন।

আরও পড়ুনWB assembly election 2021: বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজীবের

এদিন কংগ্রেসের(Congress) প্রকাশিত ইশতেহারে বলা হয়েছে

রাজ্যে ফিরবে আইনের শাসন। দেওয়া হবে মহিলাদের নিরাপত্তা। দক্ষ ও রাজৃনৈতিক প্রভাবমুক্ত পুলিস ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হবে।

আর্থিকভাবে অনগ্রসর রাজ্য়ের ২০ শতাংশ পরিবারকে মাসে ৭৫০০ টাকা দেওয়া হবে। করোনা অতিমারীতে কর্মহারা শ্রমিকরা ফের চাকরি না পাওয়া পর্যন্ত মাসিক ৫,০০০ টাকা পাবেন।

শিল্পের প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। দুর্গাপুর, আসানসোলে বিদ্যুত্চালিত গাড়ি তৈরির কারখানা হবে। 

কৃষকদের ফসলের এমএসপি জারি থাকবে। চাষের জন্য ব্য়বহৃত বিদ্যুতে ২০ শতাংশ ছাড়া দেওয়া হবে। 

শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করা হবে।  এসএসসি, টেট সহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনা হবে। 

আর্সেনিকমুক্ত জলের ব্যবস্থা করা হবে। 

দান, খয়রাতির রাজনীতি নয়, স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে নীতি গ্রহণ করা হবে।

.