WB Assembly Election 2021: TMC-র দালাল! বুথ এজেন্টকে রিলিভ দিতে যেতেই বেধড়ক মার কেন্দ্রীয় বাহিনীর

আক্রান্ত কৃষ্ণেন্দু বলেন, ২১৭ নম্বর বুথে আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছিল না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

Updated By: Apr 26, 2021, 01:53 PM IST
WB Assembly Election 2021: TMC-র দালাল! বুথ এজেন্টকে রিলিভ দিতে যেতেই বেধড়ক মার কেন্দ্রীয় বাহিনীর

নিজস্ব প্রতিবেদন: দলের এজেন্টকে রিলিভ দিতে গিয়ে বেধড়ক মার খেলেন পাণ্ডবেশ্বরের এক তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর দিকে। 

বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর(Pandabeswar) বিধানসভার ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের ২১৭ নম্বর বুথে। আক্রান্ত হন তৃণমূল কর্মী কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-বুথ এজেন্টের ভূমিকায় স্বয়ং পঞ্চায়েত প্রধান; নিয়মটা জানা নেই, বললেন প্রিজাইডিং অফিসার  

আক্রান্ত কৃষ্ণেন্দু বলেন, ২১৭ নম্বর বুথে আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছিল না কেন্দ্রীয় বাহিনীর(Central Force) জওয়ানরা। আমি গিয়ে বললাম আমাদের যিনি পোলিং এজেন্ট আছেন তিনি সকাল থেকেই রয়েছেন। তাঁকে রিলিফ দেওয়া হোক। আমার কথা শেষ হওয়ার আগেই মারধর শুরু হয়ে যায়। যখনই আমি তৃণমূল কংগ্রেসের নাম বলেছি তার পরেই মারধর শুরু। বলল, তৃণমূলের দালালি করছ? আমাকে মেরে ওখানেই ফেলে দিয়েছিল। ওখান থেকে তুলে নিয়ে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন-উন্নয়ন হয়নি, লাঠি-ঝাঁটা হাতে ভোট বয়কট গ্রামবাসীদের

তৃণমূলের ওই কর্মী আরও জানিয়েছেন, যাদে কাজ শান্তিপূর্ণভাবে ভোট করানো তারা কেন এরকম করছে বুঝতে পারছি না। পড়ে গিয়ে শুনতে পারছিলাম ওরা বলছিল, চল গোলি মার দে। তখন আমি উঠতে গেলে পড়ে যাই। তাপ পরেও আমাকে মারধর করা হয়।

.