তিনদফার বদলে একদফায় ভোট কেন? সোমবার ফের আদালতে বিজেপি

ফের আদালতে গড়াচ্ছে পঞ্চায়েত মামলা। একদফায় ভোট নিয়ে সোমবার আদালতে যাচ্ছে বিজেপি।

Updated By: Apr 28, 2018, 05:28 PM IST
তিনদফার বদলে একদফায় ভোট কেন? সোমবার ফের আদালতে বিজেপি

নিজস্ব প্রতিবেদন : ফের আদালতে গড়াচ্ছে পঞ্চায়েত মামলা। একদফায় ভোট নিয়ে সোমবার আদালতে যাচ্ছে বিজেপি।

প্রথমে ১, ৩ ও ৫ মে তিনদফায় পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিল কমিশন। কিন্তু পঞ্চায়েতের মনোনয়ন পর্বে হিংসা ছড়াতেই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। শুরু হয় পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে শাসক-কমিশন-বিরোধী দড়ি টানাটানি পর্ব। ২০ এপ্রিল বিরোধীদের অভিযোগকে স্বীকৃতি দিয়ে কমিশনের পূর্ব ঘোষিত নির্ঘণ্ট খারিজ করে দেয় কমিশন। নতুন করে ভোটের দিন ঘোষণার নির্দেশ দেন বিচারপতি সুব্রত তালুকদার।

আরও পড়ুন, ভোটে বাহিনী চেয়ে ৫ রাজ্যকে চিঠি পাঠাল নবান্ন

এরপরই রাজ্য-কমিশন কয়েক দফা বৈঠকের পর রাজ্যের দাবি মেনে ১৪ মে একদফায় পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে কমিশন। প্রথমে তিন দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেও, পরবর্তীতে কেন একদিনে ভোট হচ্ছে? এই প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি।

আরও পড়ুন, পঞ্চায়েতে প্রশ্নে নিরাপত্তা, রাজ্য-কমিশনের কাছে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব হাইকোর্টের

অন্যদিকে, ভোটে নিরাপত্তা ইস্যুতে ১০টি রাজনৈতিক দলের সঙ্গে এদিন বৈঠকে বসে কমিশন।  বৈঠকের পর বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিরোধীদের কোনও প্রশ্নেরই সদুত্তর নেই কমিশনের কাছে। ভোটে নিরাপত্তা কীভাবে দেওয়া হবে, তা নিয়ে কোনও পরিকল্পনা নেই কমিশনের।

.