দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! তাপমাত্রা কমল পাল্লা দিয়ে
আজ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: সকাল থেকেই কালো মেঘে বৃষ্টির দমকে দিন শুরু রাজ্যের। বাংলায় ঝোড়ো ইনিংস শুরু বর্ষারও। মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সারাদিনই মেঘ বৃষ্টিতে কাটবে৷
দফায় দফায় বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। আজ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সারাদিনই মুখ ভার থাকবে আকাশের। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান হয়েছে৷
আরও পড়ুন, দুর্ঘটনায় পিঠ ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল অটোর রড, টানা ৪ ঘণ্টার অস্ত্রোপচারে মিলল সাফল্য
এদিকে মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছে অনেকটাই। একলাফে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৫০.৫ মিলিমিটার।