QR code নিয়ে সতর্ক থাকুন, পড়তে পারেন জালিয়াতির ফাঁদে

কখনও আপনার কার্ড নাম্বার, পিআইএন, ওটিপি ইত্যাদি তৃতীয় কোনও পক্ষকে জানাবেন না।

Updated By: Feb 6, 2021, 12:33 PM IST
QR code নিয়ে সতর্ক থাকুন, পড়তে পারেন জালিয়াতির ফাঁদে

নিজস্ব প্রতিবেদন: আর  কিউআর কোড নিয়ে নিশ্চিন্ত হওয়া নয়। এবার উপভোক্তাদের ভাবতে হবে কিউআর-এর নিরাপত্তা নিয়েও।

Quick Response (QR) কোড থেকে অনেক জালিয়াতির ঘটনা ঘটছে। যেমন, অনেক সময়ে হয়তো আপনাকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) বলা হল, এই কোড স্ক্যান (code to be scanned) করুন। ব্যস! যে-ই আপনি সেটা করলেন আপনি বুঝতেও পারলেন না যে, আপনার টাকা ওই জালিয়াতদের অ্য়াকাউন্টে গিয়ে ঢুকে পড়ল!  অজান্তে এই ধরনের ফাঁদে পা না দিতে আপনি কখনও কাউকে আপনার কার্ড নাম্বার, তার এক্সপায়ারি ডেট, পিআইএন (PIN), ওটিপি (OTP) ইত্যাদি জানাবেন না।

আরও পড়ুন: Headphone লাগবে না, চশমায় শোনা যাবে গান-বাজনা! বড় কাজ শুরু Xiaomi-র

জালিয়াতির নানা ফাঁদ। ধরুন, আপনাকে একটি মেসেজ বা ই-মেল মারফত একটি বার্তা পাঠানো হল (যেটা অবশ্য আপনি মোটেই ভুয়ো ভাবছেন না)। যেখানে আপনাকে বলা হল, আপনি দশ হাজার টাকার লটারি জিতেছেন। সেটা পাওয়ার জন্য আপনি আপনার ইউপিআই পিআইএন (UPI pin)জানান। আপনার অ্যাকাউন্টে টাকাটা যাবে। এবার ওই ইউপিআই পিআইএন দিয়ে আপনার  কিউআর কোড স্ক্যান করা হবে। এটা করার পরে আপনি ভাবলেন, এর ফলে ওই টাকা আপনার অ্যাকাউন্টে চলে এল। কিন্তু যেই আপনি আপনার পিআইএন দিলেন অমনি টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকার বদলে আপনার টাকাই ওদের অ্যাকাউন্টে চলে গেল।

ফলে সাবধান হোন। কিউআর কোড যত কম ব্যবহার করা যায় ততই ভাল।

আরও পড়ুন: অতিবেগুনি রশ্মি রুখতে এবং জার্নি সুখকর করতে রেলকোচে এবার স্মার্ট জানলা

.