২০ লক্ষ ভারতীয় ব্যবহারকারীদের 'নিষিদ্ধ' ঘোষণা Instagram-Whatsapp এর!

১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে ২৯ লক্ষ ভারতীয় ইউজারদের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। 

Updated By: Jul 16, 2021, 11:29 AM IST
২০ লক্ষ ভারতীয় ব্যবহারকারীদের 'নিষিদ্ধ' ঘোষণা Instagram-Whatsapp এর!

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ নতুন তথ্য প্রযুক্তি আইন  ২০২১ মেনে প্রথম গাইডলাইন রিপোর্ট প্রকাশ করেছে। ফেসবুকের মালিকানাধীন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি জানিয়েছে যে, ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে ২৯ লক্ষ ভারতীয় ইউজারদের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। 

সংস্থাটি নিষেধাজ্ঞার পাশাপাশি কিছু বিশদ বিবরণও শেয়ার করেছে যোগ করেছে। হোয়াটসঅ্যাপ জানায় যে এই জাতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধকরণের বেশ কিছু কারণ আছে। ৯৫ শতাংশেরও বেশি স্বয়ংক্রিয় বা বাল্ক মেসেজিংয়ের করার কারণেই এই সিদ্ধান্ত। অনুমোদিত নয় এমন মেসেজ পাঠানোর কারণেই ইউজারদের স্প্যাম হিসাবে দেখা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানায় যে বিশ্বব্যাপী প্রতি মাসে গড়ে প্রায় ৮০ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করে থাকে তারা।

আরও পড়ুন, শেষ কবে কেঁদেছিলেন ? স্পষ্ট উত্তর দিলেন Google কর্তা Sundar Pichai

১৫ মে থেকে ১৫ জুন ২০২০ পর্যন্ত বিভিন্ন পক্ষের কাছ থেকে পাওয়া অভিযোগগুলির ভিত্তিতে খতিয়ে দেখা হয়। রিপোর্ট অনুসারে, মেসেজিং অ্যাপটি প্রায় ৭০ আবেদন পেয়েছে এই সংক্রান্ত বিষয়ে, ২০৪টি অ্যাকাউন্ট ব্যানের আবেদন এসেছে ৷

হোয়াটসঅ্যাপ জানায় যে, আমরা যে সমস্ত অভিযোগ পেয়েছি আমরা তার প্রতিক্রিয়া জানাই সবসময়। অভিযোগের ফলে কোনও অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয় বা আগে কোনও নিষিদ্ধ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হলে পরে সেই অ্যাকাউন্ট ফের খুলে দেওয়া হয়৷

 

.