হোয়াটস অ্যাপে ভিডিও কল!
'অল্পেতে স্বাদ মেটেনা, এ স্বাদের ভাগ হবে না'। আগে ছিল কেবলই কল করার সুবিধা, এবার থেকে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা পাবেন ভিডিও কলেরও সুবিধা। স্কাইপে ভিডিও কলিংয়ের যে সুবিধা পাওয়া যায় সেটাই এবার হোয়াটস অ্যাপেও পাওয়া যাবে।
ওয়েব ডেস্ক: 'অল্পেতে স্বাদ মেটেনা, এ স্বাদের ভাগ হবে না'। আগে ছিল কেবলই কল করার সুবিধা, এবার থেকে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা পাবেন ভিডিও কলেরও সুবিধা। স্কাইপে ভিডিও কলিংয়ের যে সুবিধা পাওয়া যায় সেটাই এবার হোয়াটস অ্যাপেও পাওয়া যাবে।
নতুন বছরেই হোয়াটস অ্যাপে আসতে চলেছে এই নতুন ফিচার। তার আগে, ফাঁস হল হোয়াটস অ্যাপে ভিডিও কলিংয়ের স্ক্রিন শট। স্ক্রিন শটটি আই ফোনথেকে নেওয়া হয়েছে।
তবে এখনই সমস্ত হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না। শুধু ম্যাসেজিং চ্যাট অ্যাপ থেকে নিজেকে আরও উন্নত করছে হোয়াটস অ্যাপ। যার কারণে হোয়াটস অ্যাপ ব্যবহার করার প্রবণতা আরও বাড়ছে।