UN: রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রথমে বক্তব্য রাখে Brazil, কারণটা জানেন?
এবারও একই প্রথা বজায় রইল।
নিজস্ব প্রতিবেদন: শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। মোদী ছাড়াও অন্যান্য রাষ্ট্রনেতারাও বক্তব্য রাখবেন। এবারের আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তন, করোনা অতিমারি এবং আন্তর্জাতিক নিরাপত্তা।
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) সাধারণত দুটো পর্বে বক্তব্য পেশ করেন বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা- সকালের পর্ব এবং সন্ধ্যার পর্ব। একটা বিষয় যা অনেকেই হয়ত জানেন না, বহু দশক ধরে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) প্রথম বক্তব্য পেশ করে আসছে ব্রাজিল (Brazil)।
আরও পড়ুন: India at UN: 'বেআইনিভাবে অধিকৃত কাশ্মীর ছেড়ে দিক পাকিস্তান', রাষ্ট্রসংঘে ইসলামাবাদকে আক্রমণ ভারতের
কেন?
তথ্য বলছে, ১৯৫৫ থেকে এই প্রথা চলে আসছে। কারণ, ব্রাজিলের (Brazil) তৎকালীন কূটনীতিক Oswaldo Aranha সেইবার সবার আগে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) বক্তব্য পেশ করেন। কারণ, তৎকালীন সময় অন্যান্য দেশের প্রতিনিধিরা রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) বক্তব্য পেশের বিষয়টা অতটা গুরুত্ব দিতেন না। সেজন্য ব্রাজিল (Brazil) উদ্য়োগী হতে প্রথমে বক্তব্য রাখত। সেই প্রথাই এবারও বজায় রাখলেন Federative Republic of Brazil-এর প্রেসিডেন্ট Jair Bolsonaro। রাষ্ট্রসংঘের ৭৬তম সাধারণ সভাতে তিনিই প্রথম বক্তব্য রাখেন।
আরও পড়ুন: Modi In US: Joe Biden-এর পরিজনদের খোঁজ দিলেন মোদী! Kamala Harris-কে দাদুর স্মৃতি উপহার
#tbt to 1947, when a tradition begins! Brazilian diplomat Oswaldo Aranha presided the 1st #UNGASpecial Session & its 2nd Regular Session. Since then (with rare exceptions) Brazil has been the 1st Member State to address the annual General Debate of the @UN General Assembly! pic.twitter.com/R4Tbhjdqbq
— Brazil Mission UN (@Brazil_UN_NY) September 20, 2018
এখানেই শেষ নয়, ব্রাজিলের পরেই দ্বিতীয় বক্তব্য রাখে আমেরিকা। এইবার প্রেসিডেন্ট হিসেবে প্রথম রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখলেন জো বাইডেন (Joe Biden)।
As per tradition, Brazil opens the United Nations General Assembly. In his speech, this morning, President @JairBolsonaro highlighted the Brazilian government’s steadfast commitment to bettering not only our country, but the world as a whole. #UNGA76 #BolsonaroUN21 @Brazil_UN_NY pic.twitter.com/LTgy9QmLYF
— Government of Brazil (@govbrazil) September 21, 2021
We stand at an inflection point in history. The United States intends to work with partners and allies to answer these questions and help lead the world toward a more peaceful, prosperous future for all people. pic.twitter.com/3JYwybRezw
— Joe Biden (@JoeBiden) September 22, 2021
এছাড়া চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও বক্তব্য রাখেন।