এবার করোনা টিকা বানাবে ভেনেজুয়েলাও

আবডালা টিকাটিই লাতিন আমেরিকায় উৎপাদিত প্রথম টিকা হতে যাচ্ছে।

Updated By: Apr 12, 2021, 07:44 PM IST
এবার করোনা টিকা বানাবে ভেনেজুয়েলাও

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস প্রতিরোধে এবার কিউবার আবিষ্কৃত টিকা উৎপাদনে সামিল হচ্ছে ভেনেজুয়েলা। 

মাসে ২০ লাখ করে এই করোনা (corona) টিকা উৎপাদন করতে আশাবাদী দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Venezuela President Nicolas Maduro)। সম্প্রতি মাদুরো নিজেই বিষয়টি জানিয়েছেন।

কিউবা আবডালা (Abdala) নামের একটি টিকা আবিষ্কার করেছে। এর তৃতীয় পর্যায়ের ট্রায়ালও চালানো হবে দক্ষিণ আমেরিকার দেশটিতে। President Nicolas Maduro বলেছেন, টিকা উৎপাদনের জন্য দক্ষিণ আমেরিকার ল্যাবরেটরিগুলির সঙ্গে তাঁরা চুক্তি করেছেন। তাঁদের আশা, অগস্ট-সেপ্টেম্বর নাগাদ ২০ লাখ করে আবডালা টিকা উৎপাদন করা হবে।

আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে দিনে ১০ বার করুন এই ট্রিটমেন্ট

করোনা প্রতিরোধে কিউবা চারটি টিকা (vaccine) বানিয়েছে। সেগুলি এখন বিভিন্ন পর্যায়ের ট্রায়ালে রয়েছে। একটি হচ্ছে আবডালা। কিউবার ১ লাখ ২৪ হাজার স্বাস্থ্যকর্মীকে এই টিকা দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবীদের উপরও টিকাটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। অনুমোদনের অপেক্ষায় থাকা আবডালা টিকাটিই লাতিন আমেরিকায় প্রথম বানানো এবং উৎপাদিত টিকা হতে যাচ্ছে। মাদুরো বলেন, তাঁর সরকার টিকা উৎপাদনের জন্য রাশিয়া, চিন ও অন্যান্য দেশের সঙ্গে চুক্তি করবে। 

সরকারি হিসাবে ৩ কোটি জনসংখ্যার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার। মারা গিয়েছেন ১ হাজার ৭০০ জনের মতো।

আরও পড়ুন: চিনও খুঁজছে আরও উপযোগী কোনও টিকা

.